× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



সকল ধর্মের মানুষের উন্নয়নে কাজ করতে চাই মো: সাগর সরদার

দিন যতই ঘনিয়ে আসছে, ততই জমে উঠছে ইউপি নির্বাচন। আগামী রবিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন। চেয়ারম্যান প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হওয়ায় এই ইউনিয়নে তুমুল ভোটযুদ্ধ চলছে ইউপি সদস্যদের মধ্যে। এই ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট পাঁচজন প্রার্থী। তবে প্রথমবার প্রার্থী হয়েই সবার নজর কেড়েছেন মো: সাগর সরদার। নির্বাচনের তফসিল ঘোষণার আগ থেকেই সাধারণ মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন তিনি। আধুনিক ওয়ার্ড গড়ার প্রতিশ্রুতি দিয়ে সকাল থেকে রাত পর্যন্ত পাড়া-মহল্লার অলিগলি ও হাটবাজারে গণসংযোগে ব্যস্ত সময় পার করেন তিনি। গ্রামের সবার সঙ্গে ভালো সম্পর্ক থাকায় তার সমর্থকরাও জয়ের ব্যাপারে আশাবাদী। উপজেলার দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ফুটবল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি । মো: সাগর সরদার ইউনিয়নের দাশুড়িয়া গ্রামের মৃত মসলেম সরদারের ছেলে । পরিচ্ছন্ন ও দায়িত্বশীল যুব প্রজন্মের মো: সাগর সরদার আমাদের সংযোগকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বলেন,আমি ধর্ম-বর্ণ নিবর্িশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে সাথে নিয়ে উন্নয়নের জন্য কাজ করতে চাই। বর্তমান সরকারের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আমি আমার নির্বাচনী এলাকার রাস্তা-ঘাট, মসজিদ-মন্দির, গোরস্থান-শ্মশানসহ সকল উন্নয়ন কর্মকান্ডে সম্প্ক্ত হতে চাই। আমি সকলের দোয়া ও আশির্বাদ চাই। আমি সকলের সহযোগীতায় সকলের জন্য কাজ করতে চাই। ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ভোটার আলহাজ্জ্ব ইজ্জান হাজী বলেন, মো: সাগর সরদার অক্লান্ত পরিশ্রম করেছে। সে জনগনের সেবায় নিজেকে নিযুক্ত করতে চাই। তার মত ছেলে জনসেবায় এগিয়ে আসা প্রয়োজন বলে মনে করেন তিনি। পাবনা সুগার মিলের শ্রমিক ইউনিয়নরে সাবেক সভাপতি ও শ্রমিকলীগের আঞ্চলিক নেতা ইব্রাহিম হোসেন বলেন, এলাকার সঠিক উন্নয়নের মো: সাগর সরদার এর মত ব্যক্তির প্রয়োজন আছে। নিজেদের স্বাথর্ে যোগ্য প্রাথীকে ভোট দেওয়া উচিত। ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আরেক ভোটার ও দাশুড়িয়া বাড়োয়ারী দেবক্রিয়া মন্দির কমিটির সাধারণ সম্পাদক মাধব কুন্ডু বলেন, মো: সাগর সরদারের মন মানসিকতা উদার। তার কোনো অর্থনৈতিক লোভ-লালসা নেই। তাই আমরাও চাই সে আমাদের ভোটে মেম্বার নির্বাচিত হয়ে এলাকার মানুষের সেবায় এগিয়ে আসুক। এলাকার নারী ভোটার মোছা: মনোষা বলেন, বর্তমান সময়ে অনেকে যেখানে সরকারি বরাদ্দ সুষ্ঠুভাবে বন্টন করে না,সেই দিক থেকে অনেক সৎ ও যোগ্য। তাই মো: সাগর সরদারে ভোট দেওয়া উচিত। সকলের সঙ্গে তার সুস্পর্ক। এলাকায় তরুণদের ভালো জনপ্রিয়তাও অর্জন করেছেন তিনি। স্থানীয় ভোটারা জানান, এলাকার অনেক সুশীল সমাজ তার পক্ষে গণসংযোগ করছেন। তাদের আশা ভোট যুদ্ধে বিজয়ী হবেন মো: সাগর সরদার। তার সমর্থকরা মনে করেন এই নির্বাচনেও মো: সাগর সরদার শক্ত একটি অবস্থান রয়েছে। Advertisement (madimart)
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)

No comments