× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



উপজেলা ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির বার্ষিক বনভোজন ও পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত

“এসো সবাই মিলিত হয়” এই ¯েøাগানে ঈশ্বরদী উপজেলা ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির বার্ষিক বনভোজন ও পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। ৯ ফেব্রæয়ারী, শুক্রবার বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের অভ্যন্তরে সকাল থেকে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে মিলন মেলাকে প্রানবন্ত করেন ইলেকট্রিক ব্যবসায়ী মালিক পরিবারের সদস্যরা। ঈশ্বরদী উপজেলা ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি আব্দুর রহিম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ওমর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) টি. এম. রাহসিন কবির, ঈশ্বরদী প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহামেদ কিরণ, বিজয় টিভি প্রতিনিধি মোঃ আশরাফুল ইসলাম, এস কিউ ক্যাবলস রাজশাহী বিভাগীয় সেলস ম্যানেজার কোহিনুর ইসলাম প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের ব্যবসায়ী এম. এ. মান্নান, পাবনা জেলা ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, ঈশ্বরদী ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ শামিম আহম্মেদ, বি আর বি ক্যাবলস ব্যাঞ্চ ম্যানেজার আবুল কালাম আজাদ, বি বি এস ক্যাবলস ব্যাঞ্চ ম্যানেজার মেহেদী হাসানসহ সমিতির সকল সদস্যবৃন্দ। উপজেলা ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি আব্দুর রহিম সংক্ষিপ্ত আকারে অনুভুতি প্রকাশ করতে গিয়ে বলেন, একসাথে এতো পরিবারের আয়োজন ভ্রাতৃত্বের বিশাল দৃষ্টান্ত। মধ্যাহ্ন ভোজ শেষে ব্যবসায়ী মালিক পরিবারের পুরুষ, মহিলা ও বাচ্চাদের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা পুরস্কার সহ লটারি খেলায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য যে, একতা, সম্প্রীতি ও ভার্তৃত্ববোধ এ মূলনীতিকে সামনে রেখে ২০২০ সালে অরাজনৈতিক ও মানবিক সংগঠন হিসেবে উপজেলা ইলেকট্রিক ব্যাবসায়ী মালিক সমিতির আত্মপ্রকাশ ঘটে।

No comments