× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



বাঁশেরবাদা বহুমূখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাহাপুর ইউনিয়নের বাঁশেরবাদা বহুমূখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১০ফেব্রæয়ারী, শনিবার সকালে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন, পায়রা উড়ানো ও মশাল প্রজ্বলনের মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ। এ সময় উপস্থিত ছিলেন সাহাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমলাক রহমান বাবু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহেদুজ্জামান। প্রধান শিক্ষক সামছুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নজরুল ইসলাম বিপ্লব এর সভাপতিত্বে সহকারী শিক্ষক লিটন আলী বিশ্বাসের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য রফিকুল ইসলাম ইথার, আব্দুস সুবহান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক, সকল শিক্ষক ও বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী এসময় উপস্থিত ছিলেন। দিনব্যাপী প্রতিযোগিতার ইভেন্ট হিসেবে ছিল দৌড়, দীর্ঘ লাফ, চাকতি নিক্ষেপ, গোলক নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ, উচ্চ লাফ, ভারসাম্যের দৌড়, অংকের দৌড়, ঝুড়িতে বল নিক্ষেপ সহ ৩৫টি ইভেন্টে খেলাধুলা অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিসহ প্রায় দুই শতাধিক প্রতিযোগি অংশ নেয়। এছাড়াও অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিগন।

No comments