বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু আর নেই
ঈশ্বরদীর বীর মুক্তিযোদ্ধা, সাবেক পৌর কমিশনার, ঈশ্বরদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার, মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের সভাপতি, ঈশ্বরদী থেকে প্রকাশিত সাপ্তাহিক চেতনায় ঈশ্বরদী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও ঈশ্বরদী প্রেসক্লাবের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ফজলুর রহমান ফান্টু আর নেই। (ইন্নালিল্লাহি... রাজিউন)। বৃহস্পতিবার ১৯ জানুয়ারি ভোর সাড়ে পাঁচটার দিকে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব নুরুজ্জামান বিশ্বাস, সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা মঞ্জুর রহমান বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব নায়েব আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক ও সাবেক পৌরমেয়র আলহাজ্জ্ব আবুল কালাম আজাদ মিন্টু, পৌরমেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি ও মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ কিরণসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। তাঁর জানাযা বৃহস্পতিবার দুপুর দুইটায় ঈশ্বরদী কেন্দ্রিয় গোরস্থানে অনুষ্ঠিত হবে।
No comments