দাশুড়িয়াতে ব্যাডমিন্টন টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত
দাশুড়িয়াতে বীরমুক্তিযোদ্ধা মরহুম আব্দুল হামিদ জিন্নাহ স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় জিন্নাহ রাইচ মিল প্রাঙ্গনে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ক্রীড়া শক্তি, ক্রীড়া বল, মাদক ছেড়ে মাঠে চল শ্লোগানে অনুষ্ঠিত খেলার উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবস্যায়ী ও সমাজসেবক সামসুদ্দীন আহমেদ মালিথা। দাশুড়িয়া ইয়াংস্টার স্পোর্টিং ক্লাব কতৃর্ক আয়োজিত খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম কেনেডি। এসময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শরিফুল ইসলাম, ব্যবসায়ী গৌড় সেন, অশোক পাল, মো ইয়াকুব, শিক্ষক খায়রুল হাসান বাবু, এনামুলসহ অন্যরাও উপস্থিত ছিলেন। ইয়াংস্টার স্পোটিং ক্লাবের সভাপতি জয় মালিথা বলেন, খেলাধুলা সুস্থ ও সুন্দর জীবন-যাপনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এসময় সকলের সহযোগিতায় আগামী বছরে আরও ভাল কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। খেলায় স্পন্সার ছিলেন শখের বাজার, মেহেদি এন্টার প্রাইজ, এস এস মেডিসিন কর্ণার, রংঢং ফ্যাশান, সন্ধ্যা মেডিকাল হল, অশোক মিষ্টান্ন ভান্ডারসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান।
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments