× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



পাঁচ টাকায় আহার

ঈশ্বরদীর স্টেশন চত্বর-ই হোক বা বাসস্ট্যান্ড, চলতে-ফিরতে এক দল মানুষের দেখা মিলবেই। পথচারীদের কাছে কখনও খাবার, কখনও বা খাবার কেনার জন্য টাকার আকুতি নিয়ে হাজির হয় তারা। কেউবা আবার খাবারের দোকানগুলোর আশপাশে তীর্থের কাকের মতো ঘুর ঘুর করতে থাকে এই আশায়-কখন দোকানি হাতে তুলে দিবে বাতিল খাবার। সামাজিক পরিচয়ে তারা ছিন্নমূল। বস্তি কিংবা রেলস্টেশনই তাদের ঘর। সেখানেই তাদের বেড়ে উঠা। আবার একই পথগুলোতে দেখা মেলবে কিছু ভিক্ষুকেরও। তাদেরও আবদার, খাবার কিংবা খাবার কেনার জন্য টাকা। সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের এই কষ্টগুলো ভাবিয়েছে ঈশ্বরদী ক্রিকেট একাডেমিকে। মূলত অসহায় ছিন্নমূল মানুষদের উদ্যোগেই পাঁচ টাকার বিনিময়ে আসহায়দের হাতে একবেলা খাবার তুলে দেওয়ার উদ্যোগ নেন ঈশ্বরদী ক্রিকেট একাডেমির একঝাঁক তরুণ। সোমবার (৩১ অক্টোবর) দুপুরে পাঁচ টাকার বিনিময়ে এই খাবার তুলে দেওয়া হয়। ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা অসহায়দের মাঝে এই খাবার তুলে দেন। এসময় ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সম্পাদক আঃ বাতেন, সহ-সভাপতি খোন্দকার মাহবুবুল হক দুদু, পৌর নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ক্রীড়া সম্পাদক ওয়াহেদ আলী সিন্টু, নির্বাহী সদস্য ওহিদুজ্জামান টিপু ও ক্রিকেট একাডেমির কোচ মারুফ হোসেনসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। আয়োজকরা বিশ্বাস করেন, টাকার মানটা যতই ক্ষুদ্র হোক ক্রেতারা যাতে বুক ফুলিয়ে বলতে পারে ‘‘ফ্রি তে খাবার নিইনি, টাকা দিয়ে কিনেছি খাবার। ’’ এজন্যই খাবারের এ দাম বসিয়ে দেওয়া, যাতে ক্রেতাদের মধ্যে ‘ভিক্ষা’ এবং দাতাদের মধ্যে ‘দান’ শব্দটির অনুভূতি আর না থাকে। ঈশ্বরদী ক্রিকেট একাডেমির মারুফ হোসেন বলেন, একটি খেলায় কিছু অর্থ আমাদের খাবার কেনার জন্য দিয়েছিল। আমরা সেই টাকা দিয়ে খাবার কিনে অসহায়দের খাবার প্রদান করছি। প্রতিমাসে আমরা এমন কাজ করতে চাই। এ দিন প্রায় ২০০ ক্ষুধার্তকে খাবার দেওয়া হয়। ##
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments