× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



দাশুড়িয়াতে ৩২ প্রহরব্যাপী নামযজ্ঞানুষ্ঠান শুরু

ঈশ্বরদীর ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান দাশুড়িয়া বারোয়ারী দেবক্রিয়া মন্দিরে ২৪ প্রহরব্যাপী মহানাম ও ৮ প্রহরব্যাপী লীলাকীর্তন শুরু হচ্ছে মঙ্গলবার। ১৭ মে অধিবাস কৃর্তনের মাধ্যমে শুরু হওয়া বাৎসরিক এই নামযজ্ঞানুষ্ঠানটি ২২ মে শ্রী শ্রী মহাপ্রভুর ভোগ ও মহাপ্রসাদ বিতরণের মধ্যদিয়ে শেষ হবে। যজ্ঞানুষ্ঠানের তৃতীয় দিন শুক্রবার নামযজ্ঞানুষ্ঠান উপলক্ষ্যে সম্মাননা স্মারক প্রদান করা হবে রাজশাহী বিভাগীয় হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটিকে। এই বছর সুধা নাম পরিবেশন করবে কৃষ্ণভক্তি বিলাস সম্প্রদায়, বাগেরহাট, মাধবী লতা সম্প্রদায়, গোপালগঞ্জ, রাধাগোবিন্দ সম্প্রদায় নড়াইল, শিব সংঘ সম্প্রদায়, সাতক্ষীরা, হরিমন্দির সম্প্রদায়, মাগুড়া ও নিত্যানন্দ গৌরাঙ্গ সম্প্রদায় স্বাগতিক দাশুড়িয়া এবং লীলাকীর্তন পরিবেশন করবে ডাঃ সমর কুমার দাস, বগুড়া, সুরঞ্জন কুমার সরকার শুভ, মানিকগঞ্জ ও গীতা রাণী সরকার, সিংড়া। নামযজ্ঞ পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক সাংবাদিক ও কলামিস্ট গোপাল অধিকারী বলেন, দাশুড়িয়ার প্রাচীন বারোয়ারী দেবক্রিয়া মন্দিরটি দাশুড়িয়ার কেন্দ্রীয় মন্দির। প্রতিবছরের ন্যায় এই বছরও সুষ্ঠু ও ধর্মীয় ভাব-গাম্ভির্যে দেশ মাতৃকার কল্যাণে নামযজ্ঞানুষ্ঠান সম্পন্ন হবে। পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাধব কুন্ডু বলেন, এটি একটি বড় ধর্মীয় অনুষ্ঠান। সকল ভক্তবৃন্দের অংশ গ্রহণে পূণ্যভূমি হবে মন্দির অঙ্গন। সভাপতি প্রদীপ কুমার রাম বলেন, নামযজ্ঞের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। করোনা পরবর্তী বিশ্বশান্তি কল্পে এই উৎসবটি সার্বজনীন উৎসবে পরিণত হবে আশা করছি। অনুষ্ঠানে প্রায় ১০ হাজার ভক্তবৃন্দের সেবা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

No comments