ইউপি সদস্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউপি আ. লীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেনের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
ধর্ষণের বিচারের দাবিতে ভুক্তভোগী জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে প্রতিবেশীর দ্বারা মারধরের শিকার হয়ে বিচারের দাবিতে আরিফ মেম্বরের বাড়িতে যান ভুক্তভোগী। বিচার করে দেওয়ার আশ্বাস দিয়ে তার বাড়ির পিছনে গোয়াল ঘরে ডেকে নিয়ে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন আরিফ।
স্থানীয়ভাবে বিচার চেয়েও প্রতিকার না পেয়ে নিরাপত্তহীনতা ভুগছেন ভুক্তভোগী নারী। নিরুপায় হয়ে গত রোববার বিচারের দাবিতে জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ করেন ওই নারী।
অভিযুক্ত ইউপি সদস্য আরিফ হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, একটি কুচক্রিমহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত নন তিনি ।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র দেব বলেন, ওই নারী জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগের একটি অনুলিপি পেয়েছি। ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে জানতে জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটা একটা মামলা। থানার বিষয়।
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments