× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



‘খেলা হবে’ স্লোগানের আসল ব্যক্তি কলকাতায়, টাইমস অব ইন্ডিয়ার খবর

আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমান এখন কলকাতায় অবস্থান করছেন। তাকে নিয়ে একটি খবর প্রকাশ করেছে ভারতের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া। খবরের শিরোনাম ‘খেলা হবে স্লোগানের প্রকৃত ব্যক্তি নিঃশ্বাস নিতে কলকাতায় শামীম ওসমান ২০১৩ সালে এক রাজনৈতিক সভায় বিরোধী দলের রাজনীতিবিদদের উদ্দেশে ‘খেলা হবে’ উক্তি করেছিলেন। যা পরবর্তীতে, ২০২১ সালে পশ্চিমবঙ্গে কলকাতার বিধানসভার নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দোপাধ্যায় ‘খেলা হবে’ স্লোগান দেন। এরপর এটা নিয়ে পশ্চিমবঙ্গে ব্যাপক হৈ চৈ হয়। সেখানে ব্যাপক জনপ্রিয়তা পায় স্লোগানটি। এমনকি স্লোগানটি নিয়ে পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারণামূলক ভিডিও নির্মাণ করেছিল তৃণমূল কংগ্রেস সমর্থকরা। দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, শামীম ওসমানের সঙ্গে ৩০ মিনিটে অন্তত ৬ জন যুবক শুভেচ্ছা বিনিময় করেছেন। তার সঙ্গে ভক্তরা ছবি তুলে ‘খেলা হবে’ স্লোগানের জন্য তাকে ধন্যবাদ দিয়েছেন। নারায়ণগঞ্জে এটি কোনো বিস্ময়কর ঘটনা নয়। কিন্তু মজার ব্যাপার হলো কলকাতাতেই এমন চিত্র দেখা গেছে। চিকিৎসা ও রুটিন চেকআপের জন্য গত ২৮ মার্চ থেকে সপরিবারে কলকাতায় অবস্থান করছেন শামীম ওসমান। সঙ্গে আছেন স্ত্রী সালমা ওসমান লিপি, ছেলে অয়ন ও মেয়ে অঙ্গনা। দ্য টাইমস অব ইন্ডিয়ার কাছে শামীম ওসমান তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেছেন, কলকাতার উষ্ণতা তার কাছে অনেকটা বিশুদ্ধ অক্সিজেনের মতো। শামীম ওসমানের ভাষায়, আমি যখন কলকাতায় থাকি, যেখানেই যাই, কেউ না কেউ বাংলাদেশে তাদের শেকড় সম্পর্কে স্মৃতির কথা বলে। তারা তাদের শেকড় দেখতে কতটা আগ্রহী আমি অনুভব করতে পারি। আমি ভারত সম্পর্কেও একই রকম অনুভব করি। শামীম ওসমান আরও বলেন, এমন দিন হয়তো আসবে, যখন ভারত-বাংলাদেশ সীমান্ত অতিক্রম করার জন্য ভিসার প্রয়োজন হবে না। এখন সময় এসেছে সেই সেতুবন্ধনের, যেমনটি হতে পারে ইউরোপের শেনঝেন ভিসার মতোই। ওই প্রতিবেদনে বলা হয়েছে, শামীম ওসমানের মা প্রয়াত ভাষাসৈনিক নাগিনা জোহা ছিলেন পশ্চিমবঙ্গের বর্ধমানের বাসিন্দা। তার মামা ছিলেন পশ্চিমবঙ্গের প্রাদেশিক মুসলিম লীগের সাধারণ সম্পাদক আবুল হাশিম। তার অন্য আত্মীয়দের মধ্যে ছিলেন মনসুর হাবিবুল্লাহ, যিনি ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার এবং ছিলেন কেন্দ্রীয় সরকারের মন্ত্রী মাহমুদ এ জাইদি। এ ছাড়া প্রখ্যাত রাজনীতিক আবু বারকাত আতাউর গণি খান চৌধুরীও তার মায়ের আত্মীয় ছিলেন।
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments