নিপুনের অভিযোগে যা বললেন পীরজাদা হারুন
ভোটের দিন সকালে নিপুণের কাছে দুই গালে কিস চাওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা পীরজাদা হারুন।
তিনি বলেন, এই বিষয়টি সত্য নয়। প্রকাশ্যে এমন কিছু করাটা কি স্বাভাবিক মনে হয় আপনার কাছে? একটা ফান করেছি। ফানটাকে সবার সামনে নিয়ে আসা নিপুণের ঠিক হয়ন
আজ রোববার (৩০ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে নিপুণ বলেন,ভোটের দিন সকালে প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন আমার কাছে দুই গালে দুটি কিস চাচ্ছিলেন। সেখানে আমাদের নারী প্রার্থী জেসমিন এবং শাহনূর ছিলেন। তখনই তার দুই গালে দুটি চড় দিয়ে নির্বাচন বন্ধ করে দেয়া উচিত ছিল।
তিনি আরও বলেন, পীরজাদা হারুন আপনি একজন সরকারি চাকরিজীবী। আমি বলবো উনার ব্যাপারে সুষ্ঠু তদন্ত হোক। উনাকে চলচ্চিত্র ও নাটক থেকেও বঞ্চিত করা উচিত।
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments