১০০ টাকার জন্য খুন
মাত্র একশ টাকার জন্য প্রাণ দিতে হলো মিলন হেসেনকে! অমানবিক এ ঘটনাটি ঘটেছে বেনাপোল রেল স্টেশনে।
রবিবার (১ জানুয়ারি) পুলিশ ব্যুারো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
পিবিআই জানায়, মিলন হত্যার ঘটনায় অজ্ঞাত আসামি করে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন তার ছেলে বিপ্লব হোসেন। পরে মামলাটি তদন্তে গিয়ে মো. হিরো নামের এক জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেছে।
স্বীকারোক্তিমূলক জবানবিন্দর বরাত দিয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ডিএম নূর জামাল হোসেন জানান, মিলনের বাড়ি যশোরের চুড়ামনকাটিতে। তিনি গত ৩১ আগস্ট রাতে ১০০ টাকা সঙ্গে নিয়ে কাজের সন্ধানে বের হন। পরে তিনি বেনাপোল রেল স্টেশনের প্ল্যাটফর্মে ঘুমিয়ে পড়েন। কিছু সময় পরে হিরো ও তার সহযোগীরা মিলনকে ডেকে সঙ্গে যা আছে দিয়ে দিতে বলে। মিলন তার সঙ্গে থাকা ১০০ টাকা না নেওয়ার জন্য অনুরোধ জানাতেই তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত শুরু করে হিরোসহ তার সঙ্গে থাকা ছিনতাইকারী চক্রের অন্য সদস্যরা। ফলে ঘটনাস্থলে মিলনের মৃত্যু হয়।
Advertisement (madimart)
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments