× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



আপনিও হতে পারেন আমাদের সংযোগের লেখক

প্রিয় পাঠক, লিখুন। নিজের অভিজ্ঞতা শেয়ার করুন। প্রকাশ করুন নিজের প্রতিভা। হতে পারেন আপনিও লেখক অথবা মুক্ত সাংবাদিক। বিচিত্র, জীবন -যেমন, ভ্রমণ, ফ্যাশন, শিল্প-সাহিত্য, ক্যাম্পাস বিষয়ক যেকোনো লেখা গুছিয়ে লিখে আপনার নিজের ছবি এবং যে বিষয় নিয়ে লেখা তার ছবি (যদি থাকে) সহ মেইল করুন। লিখতে মন চায় সবার। কিন্তু লেখা প্রকাশ করার সুযোগটা অনেকেরই হয়ে উঠেনা। আমাদের সংযোগের বিশেষত্ব ও বৈচিত্রে বিশ্বাসী। প্রায় প্রতিটা মানুষের জীবন বৈচিত্রে পরিপূর্ণ। আপনার জীবনেও হয়তো আছে বৈচিত্রময় নানান ঘটনা। আছে আনন্দময় ভ্রমণের বিচিত্র অভিজ্ঞতা। অথবা আপনার আশে-পাশে এমন কিছু দেখার আছে যা অনেককে দেখাতে ইচ্ছুক আপনি। মজার অথবা তিক্ত অভিজ্ঞতা, কিংবা নিজে জানেন তাই অন্যকে সেই অদেখা দর্শনের সন্ধান দিতে চান। সেইসব কিছু বিবেচনায় এনে আমাদের সংযোগ অনলাইন আপনাদের লেখা পাঠকের কাছে পৌঁছে দেবে। নিয়মাবলী : * লিখুন আপনার আশপাশের অনিয়ম ও দুর্ভোগের চিত্র নিয়ে। নিজেকে ফ্রিল্যান্স জার্নালিস্টও এক্ষেত্রে ভাবতে পারেন। দেশে কিংবা বিদেশে আপনি যেখানেই ভ্রমণ করুন না কেন, লিখুন সেইসব স্মৃতি নিয়ে। অথবা যে বিষয় নিয়ে আপনি লিখতে চান। লিখুন সাবলীল ভাষায়। * বিষয়ের ছবির সঙ্গে আপনার নিজের একটা ছবি দিতে হবে। আপনার মোবাইল নাম্বার থাকতে হবে। * মেইল পাঠানোর ৭ দিনের মধ্যে প্রকাশিত না হলে বুঝতে হবে লেখা অযোগ্য বলে বিবেচিত হয়েছে। * অন্যের লেখা কপি করে পাঠানো থেকে বিরত থাকুন। কপিরাইট সংক্রান্ত ঝামেলা এড়াতে এখানে শুধুমাত্র আপনার মৌলিক লেখাগুলোই পোস্ট করার অনুরোধ করা হল। তৃতীয় কোনো ব্যক্তির লেখা, অনুমতি ছাড়া কারো তোলা ছবি, ব্যক্তিগত কোনও গবেষণাপত্র এখানে প্রকাশের উদ্দেশে পাঠানো যাবে না। * আপনার লেখা প্রকাশিত হলে যতো বেশি শেয়ার করবেন তাতে আপনার লেখা বেশি পাঠকের কাছে পৌঁছাবে। ই-মেইল : gopalodikari1213@gmail.com অথবা আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন এই নাম্বারে ০১৮৮০-০১৯০৬৭।

No comments