× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



পাবনায় ভ্যাকসিন ছাড়াই খালি সিরিঞ্জ পুশের অভিযোগে, তিন সদস্যের তদন্ত কমিটি

পাবনায় এক মেডিকেল কলেজ শিক্ষার্থীকে ভ্যাকসিন ছাড়াই খালি সিরিঞ্জ পুশের অভিযোগে পাবনা জেনারেল হাসপাতালের টিকা কেন্দ্র থেকে দুইজন স্টাফ নার্সকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (৪ আগস্ট) বিকেলের এ ঘটনায় বৃহঃস্পতিবার তাদের প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ কে এম আবু জাফর। প্রত্যাহার হওয়া নার্সদের নাম মেরিনা এবং মিতা। তবে তারা খালি সিরিঞ্জ পুশের কোন ঘটনা ঘটেনি বলেও দাবি করেছেন বলে জানিয়েছেন ডাঃ আবু জাফর। ভুক্তভোগী শিক্ষার্থীর পিতা এডভোকেট আব্দুল হান্নান বলেন, আমার মেয়ে সাবাহ মরিয়াম ঢাকার একটি বেসরকারী মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের ছাত্রী। গতকাল বুধবার হাসপাতালে কোভিড -১৯ টিকা নিতে যায়। এ সময় কর্তব্যরত নার্সরা তার বাহুতে একটি খালি সিরিঞ্জ পুশ করে। বিষয়টি লক্ষ্য করে প্রতিবাদ জানালে তাড়াহুড়ো করে সিরিঞ্জ বের করায় রক্তপাত হয়। পরে, ভ্যাকসিনসহ আরেকটি সিরিঞ্জ অন্য হাতে পুশ করেছেন।Advertisement
আব্দুল হান্নান বলেন, "আমার মেয়ে একজন মেডিকেল শিক্ষার্থী বলেই বিষয়টি তাৎক্ষণিক বুঝতে পেরেছে। এটি একটি গুরুতর অপরাধ ও কর্তব্যে অবহেলা। ভ্যাকসিন প্রদান ও গ্রহণে প্রত্যেকেরই আরও সচেতন হওয়া উচিত। দায়িত্বরত নার্সরা কেন এমন করলেন, তা আমি বুঝতেই পারছি না। এদিকে, টিকা প্রদানে কর্তব্যরত নার্সদের কোন অবহেলা ছিলো কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ কে এম আবু জাফর। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটিও করা হয়েছে। Advertisement
তিনি জানান, "যদিও, আমরা এ বিষয়ে কোন আনুষ্ঠানিক অভিযোগ পাইনি,এরপরেও পাবনা সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমানকে প্রধান করে তিন সদস্যের কমিটিকে তদন্ত করতে বলা হয়েছে। তারা প্রতিবেদন দিলে এ ব্যপারে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি টিকা কেন্দ্রে সার্বিক নজরদারিও বাড়ানো হয়েছে।" এ বিষয়ে পাবনার সিভিল সার্জন ডাঃ মনিসর চৌধুরী বলেন, জেলায় টিকাদানে যারা কাজ করছেন তারা সবাই স্টাফ নার্স ও অভিজ্ঞ। পাশাপাশি স্বাস্থ্যকর্মীরাও প্রশিক্ষিত । এ ধরণের ভুল হবার কথা নয়। এরপরও, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। টিকাদান কার্যক্রম নিয়ে বিভ্রান্ত না হয়ে সহযোগিতার অনুরোধও করেন তিনি। এর আগে মঙ্গলবার, স্বাস্থ্য অধিদপ্তর টাঙ্গাইলের দেলদুয়ারে কোভিড -১ ভ্যাকসিন ইনজেকশন ওষুধ ছাড়াই ৩০ জনের বাহুতে পুশ করায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাজেদা আফরিনকে সাময়িক বরখাস্ত করেছিল।Advertisement

No comments