× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



দাশুড়িয়াতে মহাসড়কের পাশে আবর্জনার স্তূপ, ভোগান্তিতে এলাকাবাসী

ঈশ্বরদীর
প্রধান সড়কের পাশে ময়লা-আবর্জনা ফেলে স্তূপ করে রাখা হয়েছে। এ কারণে এই সড়ক দিয়ে চলাচল করার সময় শিক্ষার্থী, পথচারী ও বিভিন্ন যানের যাত্রীদের সমস্যা হচ্ছে। দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে অনেকে নাক চেপে চলাচল করছেন। দীর্ঘদিন ধরে এভাবে বর্জ্য ফেলার কারণে এলাকায় মশা-মাছির উপদ্রব বেড়ে যাচ্ছে। দুর্গন্ধে পাশের এলাকায় বসবাস করা কঠিন হয়ে পড়েছে। এ ছাড়া ফেলা আবর্জনায় অপচনশীল প্লাস্টিক ও পলিথিন থাকায় দূষিত হচ্ছে পরিবেশ। তবে বেশি সমস্যা হচ্ছে পাশের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার অন্যতম ইউনিয়ন দাশুড়িয়া ইউনিয়ন পরিষদ। পরিষদের পাশ দিয়ে পাবনা-ঈশ্বরদী মহাসড়ক। সড়কের জনগুরুত্বপূর্ণ পাবনা পল্লী বিদ্যুৎ সমিতির পুরাতন ভবনটির সামনে প্রায় দুই বছর ধরে এই এলাকার স্থানীয় লোকজন বাসাবাড়ির ময়লা-আবর্জনা ফেলছেন। এ ছাড়া একই স্থানে বিভিন্ন বাজার থেকে সংগ্রহ করে আনা ময়লা-আবর্জনা ওই স্থানে ফেলছে। গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, ময়লা-আবর্জনা এনে সড়কের পাশে ওপরে ফেলছেন। ময়লা-আবর্জনা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। পথচারীরা নাক চেপে সড়ক পার হচ্ছেন। ফেলে দেওয়া পলিথিন বাতাসে অন্যত্র ছড়িয়ে পড়ছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, দিনের পর দিন সড়কের মধ্যে ময়লা-আবর্জনা ফেলে রাখায় ব্যবসায়ী ও আবাসিক এলাকার বাসিন্দাদের দূর্ভোগ সবচেয়ে বেশি। নিরাময় ফার্মেসীতে চিকিৎসা নিতে আসা পারুল খাতুন জানান, ৩ বছরের শিশু হাফসা ঠান্ডা-কাশিতে ভুগছে। ডাক্তার দেখাতে এসে ময়লার দূর্গন্ধ ও বাতাসের ধূলায় শিশুর কাশি বেড়ে যাচ্ছে। স্থানীয় ব্যবসায়ী আতিকুল ইসলাম বলেন, দিনের পর দিন আবর্জনার স্ত’প জমছে। দেখার কেউ নাই। বাতাসে সেগুলো চারপাশের পরিবেশ নোংরা করছে। জনসমাগম স্থানে আর্বজনার স্ত’প কাম্য নয়। এলাকার বাসিন্দা হোমিও চিকিৎসক আশুতোষ কুমার পাল বলেন, ‘কমপক্ষে তিন বছর ধরে এখানে ময়লা ফেলছে । দুর্গন্ধে বাড়িতে টেকা দায়। দোকানে রোগীরা আসলে বসে থাকতে চায় না। স্থানীয় ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম ডাবলু বলেন, এটি সড়ক ও জনপথ এর নির্ধারিত স্থান। কোন বরাদ্দ না থাকায় আমরা ব্যবস্থা নিতে পারছি না। দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বকুল সরদার বলেন, অপ্রত্যাশিতভাবেই আশেপাশের কিছু মানুষ ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ নোংরা করছে। স্থানীয় শিক্ষার্থী ও পথচারীদের কথা বিবেচনা করে ময়লা-আবর্জনা না ফেলার জন্য অনুরোধ করছি। সেই সাথে অতিদ্রুত পরিষ্কার করার ব্যবস্থা গ্রহণ করা হবে।

No comments