× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



বড়াইগ্রামে চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে গরু ছিনতাই

নাটোরের বড়াইগ্রামে ট্রাক থামিয়ে একজনকে মারধর করে চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে চারটি গরু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত শনিবার রাত ১টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মাঝগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ট্রাকচালক ও সহকারীকে আটক করেছে পুলিশ। মারধরের শিকার দবির উদ্দিন পাবনার ঈশ্বরদী উপজেলা সারিকাজি গ্রামের বাসিন্দা। তিনি উপজেলার রাজাপুর বাজারের শাজাহান কবির সাজু নামে একজনের চারটি গরু বিক্রি করার জন্য ট্রাকে করে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। আটক ট্রাকচালক আব্দুল আলীম পাবনার চাটমোহর উপজেলা মধুরাপুর ও সহকারী স্বাধীন হোসেন আনকুটিয়া গ্রামের বাসিন্দা। বড়াইগ্রাম থানার পরিদর্শক শাফিউল আযম খাঁন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। দ্রুত ছিনতাই হওয়া গরু উদ্ধার করা হবে। দবির উদ্দিন জানান, মাঝগাঁও ইউপি কার্যালয়ের সামনে যাওয়ার পর একটি ট্রাক আসে। আমাদের ট্রাক নিচের রাস্তায় নামিয়ে গরু ওই ট্রাকে তুলতে থাকে দুর্বৃত্তরা। বাধা দিলে আমার চোখে-মুখে শুকনা মরিচের গুঁড়া ছিটিয়ে মারধর করে গাছের সঙ্গে বেঁধে পিস্তল ঠেকিয়ে রাখে। পরে ট্রাক নিয়ে চলে গেলে মুখ দিয়ে হাতের বাঁধন খুলে পাশের বাড়িতে যাই। পাশের বাড়ির লোকজন পুলিশে খবর দিলে আমাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। ঘটনার সময় ট্রাক থামিয়ে চালক ও সহকারী দূরে চলে যায়। আমার ধারণা এ ঘটনার সঙ্গে তারা জড়িত। শাজাহান কবির সাজু বলেন, ‘চারটি গরু ৬ লাখ ৩০ হাজার টাকায় কিনে শনিবার রাতে ট্রাকে করে দবির উদ্দিনের মাধ্যমে ঢাকায় বিক্রির জন্য পাঠিয়েছিলাম। গরু উদ্ধার না হলে পথে বসতে হবে। আমরা রাস্তায় চলাচলের নিরাপত্তা চাই।

No comments