× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুলে মুক্তিযুদ্ধ কর্ণারের উদ্বোধন

মানসম্মত ও আধুনিক শিক্ষার প্রত্যয় নিয়ে গড়ে ওঠা দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুলে মুক্তিযুদ্ধ কর্ণার ও সততা ষ্টোরের উদ্বোধন করা হয়েছে। ২৫ মে শনিবার সকালে মুক্তিযুদ্ধের ইতিহাস সমৃদ্ধ এই কর্ণারের উদ্বোধন করেন বিডি ক্রিয়েশনের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আহমেদ পিয়াস। এই উপলক্ষে আয়োজিত অভিভাবক সমাবেশে মোস্তফা আহমেদ পিয়াস বলেন, সন্তানদের সুশিক্ষায় গড়ে তুলতে হলে অভিভাবকদের সচেতন থাকতে হবে।
সকলের মাঝে দেশপ্রেম জাগ্রত হতে হবে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সাংবাদিক গোপাল অধিকারী বলেন, একটি সন্তানকে শুধু ফলাফল বা পড়ালেখায় নয় সমৃদ্ধ মানুষ বা ভাল মানুষ হিসেবে গড়ে তুলতে কাজ করছি। শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে এবং সৎ ও ন্যায়নিষ্ঠার শিক্ষা দিতেই মুক্তিযুদ্ধ কর্ণার ও সততা ষ্টোরের উদ্বোধন করা হয়েছে। আমার বিশ্বাস এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অনেক কিছু শিখে দেশ ও দশের কাজে নিয়োজিত থাকবে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ সুবর্না অধিকারীর সার্বিক পরিচালনায় এবং সহকারি শিক্ষক জাকির হোসেন এর সঞ্চালনায় এসময় দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুল’র পাঠদান পদ্ধতির প্রশংসা করে বিদ্যালয়টির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন অতিথি ও অভিভাবকরা। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালক গোপাল অধিকারী সম্প্রতি মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড অর্জন করায় শিক্ষকদের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন শিক্ষক হাচনা জাহান, আঞ্জুমানআরা, নুরজাহান সাথী, সন্তোষ কুমার, আরজু মনোয়ারা, মেহজাবিন মেঘলা, খাদিজাতুল কোবরা ও বিথি।

No comments