শ্রদ্ধা ও ভালোবাসায় প্রয়াত সাবেক ভূমিমন্ত্রীর চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত
শ্রদ্ধা আর ভালোবাসায় ঈশ্বরদীতে পালিত হলো প্রয়াত ভূমিমন্ত্রীর চতুর্থ মৃত্যু বার্ষিকী স্টাফ রিপোর্টার।। হাজারো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক ভূমি মন্ত্রী ও আমৃত্যু পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফ ডিলু মহোদয়ের চতুর্থ মৃত্যু বার্ষিকী।
২ এপ্রিল মঙ্গলবার ঈশ্বরদী পৌর শহরের আলীবর্দি খা রোডে বাদ আসর তার নিজস্ব বাসভবনে হাজারো মানুষের অংশগ্রহণে এই মৃত্যুবার্ষিকী পালন করা হয়।
প্রয়াত মন্ত্রীর পরিবারের পক্ষ থেকে কোরআন খানি, মিলাদ মাহফিল, এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়ার আয়োজন করা হয়। এবং সাবেক ভূমি মন্ত্রীর সুযোগ্য সন্তান পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ পিতার স্মৃতি স্মরণ করে ১৫ ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন সদ্য সাবেক জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী মালিথা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মীর জহুরুল হক পুনু, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম খান, সাবেক উপজেলা চেয়ারম্যান মোখলেসুর রহমান মিন্টু, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, বীর মুক্তিযোদ্ধা তহরুল হক, আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রতন, আটঘরা উপজেলা পরিষদ চেয়ারম্যান তানভীর, ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি প্রয়াত ভূমি মন্ত্রীর সর্বকনিষ্ঠ সন্তান শিরহান শরীফ তমাল সহ ঈশ্বরদী-আটঘরিয়ার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের হাজারো নেতা কর্মীরা।
এছাড়াও বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার আলেম গণ এবং এতিম ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দোয়ার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ম
No comments