কোমলমতি শিশুদের আন্তরিকভাবে পাঠদান করাতে হবে- গালিবুর রহমান শরীফ
ঈশ্বরদীতে পৌরসভা পর্যায়ে জাতীয় প্রাথমিক ‘শিক্ষা পদক’ ক্রীড়া, সাংস্কৃতিক ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা-২০২৪ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘড়িয়া) আসনের জাতীয় সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষাব্যবস্থাকে স্মার্ট করার জন্য কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। উন্নত শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন করছে। শিক্ষার মান উন্নয়ন, শিক্ষা প্রদান কার্যক্রম ও শিক্ষা গ্রহণের ব্যবস্থাকে স্মার্ট করার জন্য বিভিন্ন প্রদক্ষেপ নিয়ে বাস্তবায়ন করছে।
তিনি আরও বলেন, ‘কোমলমতি শিক্ষার্থীরা আগামী দিনের দেশের কর্ণধার। তাদের নিজের সন্তান মনে করে আন্তরিকভাবে পাঠদান করলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ঘটবে এবং শিক্ষার ক্ষেত্রে আমাদের দেশ অনেক দূর এগিয়ে যাবে। এ জন্য প্রত্যেক শিক্ষক-অভিভাবকদের আন্তরিক হতে হবে।
১২ ফেব্রæয়ারি, সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফতেমোহম্মদ পুরের নিউ কলৌনী মাঠ প্রাঙ্গণে এ প্রতিযোগিতায় ৫৬ টি ইভেন্টের মধ্যে ৫০ ও ১০০ মিটার দৌড়, উচ্চ ও দীর্ঘ লাফ, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, বিষয়ভিত্তিক কুইজ এবং নৃত্য ও সংগীত অনুষ্ঠিত হয়। পৌরসভার ১৪ টি বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীদের অংশগ্রহণে মোট ১৬৮ জন শিক্ষার্থী বিজয়ী হয়েছে। এসময় তাদের প্রতিযোগিতা দেখতে ও উৎসাহ দিতে স্কুল মাঠে ভিড় করেছে অভিভাবকসহ স্থানীয়রা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌরসভার মেয়র মোঃ ইছাহক আলী মালিথা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান।
উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার মোছাঃ ফারহানা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে কাউন্সিলর আবুল হাসেম, কাউন্সিলর আমিনুল ইসলাম, ওসি (তদন্ত) মোঃ মনিরুজ্জামান, পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দীন বিপ্লব, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হেলালুর রহমান, মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডার উপজেলা শাখার আহবায়ক আব্দুর রহমান মিলন, স্কুলপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মতিউর রহমান, ফতেমোহম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউস সেলিম, অরনকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আওয়াল, ঈশ্বরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আফেরোজ, সাউথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার মজুমদারসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
No comments