× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু'র মৃত্যু বার্ষিকীতে স্মরণ ও শ্রদ্ধা নিবেদন।

ঈশ্বরদী  নাগরিক কমিটি ও প্রেসক্লাবের যৌথ উদ্যোগে ঈশ্বরদী প্রেসক্লাবের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, ঈশ্বরদী নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক, মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের সভাপতি, ঈশ্বরদী সাহিত্য সংস্কৃতি পরিষদের সহ-সভাপতি ও  সাপ্তাহিক চেতনায় ঈশ্বরদী'র ভারপ্রাপ্ত সম্পাদক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু'র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে  কবর জিয়ারত, স্মরণ ও শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়। ১৯ জানুয়ারি সকালে ঈশ্বরদী মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল'র সভাপতিত্বে ও ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ'র সঞ্চালনায় ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থানে তার কবরের পাশে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন ও স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু, বীর মুক্তিযোদ্ধা আ ত ম শহিদুজ্জামান নাসিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, অধ্যাপক উদয়নাথ লাহেড়ী, ঈশ্বরদী ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রাজা, ঈশ্বরদী প্রেসক্লাবের সহ-সভাপতি মাহাবুবুল হক দুদু,  সাধারণ সম্পাদক প্রভাষক  আব্দুল বাতেন, মরহুম ফজলুর রহমান ফান্টুর ছেলে কৌশিক রহমান প্রমুখ। পরে ঈশ্বরদী প্রেসক্লাব ও নাগরিক কমিটির পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন এবং রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও মরহুমের পরিবারের পক্ষ থেকে বাদ আসর পৌর জামে মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

No comments