× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



পাবনা-৪ নৌকার মনোনয়ন পেলেন গালিবুর রহমান শরীফ

গোপাল অধিকারী, বার্তাকক্ষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) অসনে নৌকা প্রতীকের মনোনয়ন পেলেন পাবনা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও প্রবীণ রাজনীতিবিদ প্রয়াত শামসুর রহমান শরীফ ডিলু এমপি পুত্র গালিবুর রহমান শরীফ গালিব। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদে প্রার্থিতা করতে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। আজ রবিবার (২৬ নভেম্বর) বিকাল ৪টায় বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করেন। এবার সংসদের ৩০০টি আসনের বিপরীতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ৩ হাজার ৩৬২টি। গত ২৩ নভেম্বর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয় ভবনে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। ওই দিন দুটি বিভাগের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। শুক্র ও শনিবারও দলটির সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বোর্ডের সভায় বাকি ছয় বিভাগের প্রার্থী চূড়ান্ত হয়। এদিকে গালিবুর রহমান শরীফ মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে তাঁর কমী-সমর্থকরা। তরুন প্রজন্মের মধ্য থেকে মনোনয়ন দেওয়ায় এই সংসদীয় আসনটি আরও সমৃদ্ধ হবে বলে মনে করছেন অনেকেই।

No comments