× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



সাংসদের ঐকান্তিক প্রচেষ্টায় লাঘব হলো ৩০ হাজার মানুষের ভোগান্তি

পাবনার ঈশ্বরদীতে সাধারণ বৃষ্টির পানিতে তলিয়ে যেত মাদ্রাসা, কলেজ মাঠ, কল কারখানাসহ প্রায় ১০টি গ্রাম। পানিতে তলিয়ে যাওয়া ভুক্তভোগী প্রায় ৩০ হাজার মানুষের ভোগান্তি লাঘবে প্লাবিত এলাকাগুলো খালখনন করে পানি নিষ্কাষনের জন্য রিংপাইপ কাজের উদ্বোধন করেছেন পাবনা ৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সাংসদ, বীর মুক্তিযোদ্ধা আালহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস। এ সময় তিনি এলাকার বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং আগামীতে পানির এই বন্দি দশা থেকে অত্র এলাকাবাসীদের মুক্তি পাবে বলে আশ্বস্থ করেছেন। রবিবার সকাল সাড়ে ১১টায় ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া রেলওয়ে ষ্টেশনে অবস্থান করা ভুক্তভোগী এলাকাবাসীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্য কালে তিনি এসব কথা বলেন। নূরুজ্জামান বিশ্বাস বলেন, আমি উপজেলা প্রশাসন, উপজেলা প্রকৌশলী ও এলাকার শিল্পকলকারখানার উদ্ধতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে পানি নিষ্কাশনের একটি স্থায়ী সমাধান করার জন্য খাল খনন করেছি। আজ রিংপাইপ বসানোর মধ্য দিয়ে এলাকাবাসী পানির এই বন্দিদশা থেকে মুক্ত থাকবে আশা করেছি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দাশুড়িয়া ইউনিয় পরিষদ চেয়ারম্যান, মো. বকুল সরদার, মুলাডুলি ইউনিয়ন চেয়ারম্যান মো.আব্দুল খালেক মালিথা, রশিদ পেপার মিলের জিএম নাসির উদ্দিন, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, বঙ্গবন্ধ পরিষদ কেন্দ্রিয় কমিটির কোষাধ্যক্ষ জালাল উদ্দীন তুহিন, সাবেক ভিপি ইমরুল কায়েস দ্বারা, মৎস্য হাবিব প্রমূখ।

No comments