× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



ঈশ্বরদীতে শ্রদ্ধা ও ভালোবাসায় গ্রেনেড হামলা দিবস পালিত

ঈশ্বরদীতে শ্রদ্ধা ও ভালোবাসায় গ্রেনেড হামলা দিবস পালিত ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ঈশ্বরদীতে শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালিত হয়েছে। আজ সোমবার (২১ আগস্ট) সকাল ৮ টায় ঈশ্বরদী শহরের উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ের সামনে ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের উদ্দ্যোগে জাতীয়, দলীয় ও শোক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা হয়। পাবনা -৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে দিবসটি উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মোঃ রশিদুল্লাহ, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক, পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইছহাক আলী মালিথা, যুগ্ন সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, যুগ্ম সম্পাদক মুরাদ মালিথা জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার সৈয়দ আলী জিরু, জেলা আওয়ামী লীগের সদস্য বশির আহমেদ বকুল, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা মাহাজাবিন শিরিন পিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম বিশ্বাস,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আজিজুর রহমান চঞ্চল, যুবলীগ নেতা জাহিদুল ইসলাম বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, উপজেলা যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ সহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। প্রসঙ্গত, রক্তাক্ত বিভীষিকাময় ২১ আগস্ট আজ। বাংলাদেশের ইতিহাসে ২১ আগস্ট নৃশংসতম হত্যাযজ্ঞের ভয়াল একটি দিন। আজ সেই নারকীয় সন্ত্রাসী হামলার ১৯তম বার্ষিকী। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের এই দিনে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী শান্তিপূর্ণ সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। এ হামলার মাধ্যমে হিংসার দানবীয় সন্ত্রাস আক্রান্ত করে মানবতা। আক্রান্ত হন তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় নেতারা অল্পের জন্য প্রাণে বেঁচে যান। কিন্তু গ্রেনেডের আঘাতে নিহত হন দলের মহিলা বিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভী রহমানসহ ২৪ জন। আহত হন আরো প্রায় ৫ শতাধিক। যাদের অনেকেই চিরতরে পঙ্গু হয়ে গেছেন।

No comments