এমপি আবদুল কুদ্দুসের মৃত্যুতে নুরুজ্জামান বিশ্বাসের শোক প্রকাশ
নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য বঙ্গবন্ধুর সহচর বীরমুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।
এক শোক বার্তায় তিনি গভীর শোক ও বেদনা নিয়ে বলেন, আমার বন্ধু ও ঘনিষ্ঠ রাজনৈতিক সহকর্মি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস সাহেবের মৃত্যুতে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবে একজন নিবেদিত প্রান অকুতভয় সৈনিককে হারালাম। এ অঞ্চলের মানুষ হারালো তাদের একজন প্রিয় নেতা ও দ্বায়িত্বশীল অভিভাবক কে। তার মৃত্যুতে আওয়ামীলীগ ও মুক্তিযুদ্ধের চেতনায় বড় ক্ষতি হয়ে গেল। আমি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি সেই সাথে গুরুদাস পুর ও বড়াইগ্রামের শোকার্ত মানুষকে সমবেদনা জানাচ্ছি।
৩০ আগস্ট বুধবার সকাল ৭টা ২২ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আবদুল কুদ্দুস (ইন্না লিল্লাহি ... ... রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৭ বছর।
তার ব্যক্তিগত সহকারী ইব্রাহীম বিষয়টি নিশ্চিত করে জানান, শ্বাসকষ্টজনিত কারণে সাংসদ আব্দুল কুদ্দুসকে শনিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেয়া হয়। হাসপাতালে ভর্তি করার পর অক্সিজেনের মাত্রা কমতে থাকায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউতে) নেয়া হয়। শনিবার রাত থেকে সেখানেই রাখা হয়েছিল তাকে। সেখানেই আজ (বুধবার) সকালে তার মৃত্যু হয়।
আবদুল কুদ্দুস পঞ্চম, সপ্তম, নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সপ্তম সংসদে তিনি মৎস্য ও পশু সম্পদ প্রতিমন্ত্রীর দ্বায়িত্ব পালন করেন।
শিক্ষাজীবনে তিনি রাজশাহী কলেজের নির্বাচিত ভিপি ছিলেন। পরে বৃহত্তর রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতিও হন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী আবদুল কুদ্দুস মুক্তিযুদ্ধকালীন সময়ে ভারতে ট্রেনিং নিয়ে মুজিব বাহিনীর আঞ্চলিক কমান্ডার ও সংগঠকের ভূমিকা পালন করেন।
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
No comments