× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



বিয়ের জন্য পাত্র চান এই নারী, খুঁজে দিলেই ৫ হাজার ডলার পুরস্কার

একা থাকতে থাকতে বিরক্ত। তিনি এখন বিয়ে করতে চান। যে তাকে পাত্র খুঁজে দিতে পারবেন তাকেই ৫ হাজার ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন এক মার্কিন নারী। নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়, ওই নারীর নাম ইভ টিলে কুলসন, বয়স ৩৫ বছর। লস অ্যাঞ্জেলসের অ্যাটর্নি ইভ টিলে সম্প্রতি টিকটকে একটি ভিডিও পোস্ট করেন। সেখানেই তিনি বিয়ের জন্য পাত্র খুঁজে দেওয়ার অনুরোধ করেন। তার ওই টিকটক অ্যাকাউন্টে ১০ লাখ ফলোয়ার আছে। তিনি জানিয়েছেন যে, তিনি এর আগে তার বন্ধু এবং তার বসের সঙ্গে একটি চুক্তি করেছিলেন। তাদের তিনি নিজের জন্য পাত্র খুঁজে দিতে বলেছিলেন। কিন্তু এবার তিনি সবার জন্যই এই প্রস্তাব রাখছেন। যে কেউ তার জন্য পাত্র খুঁজে দিতে পারেন আর সেজন্য তাকে পুরস্কারও দেওয়া হবে। তিনি বলেন, যদি আপনি আমাকে আমার হবু বরের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারেন এবং আমি তাকে বিয়ে করতে পারি। তবে আমি আপনাকে ৫ হাজার ডলার পুরস্কার দেব। আমি সারাজীবন তার সঙ্গে থাকব এমনটা নাও হতে পারে। আমি ২০ বছর পর তাকে ডিভোর্স দিয়ে দিতে পারি। এটা কোনো ব্যাপার না। কিন্তু আপনি যদি আমাকে এমন কারও সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারেন যার সঙ্গে আমি অ্যাসলেতে হেঁটে যেতে পারব। আমি অবশ্যই আপনাকে ৫ হাজার ডলার পুরস্কার হিসেবে দেবো। তিনি জানান, প্রায় পাঁচ বছর ধরে তিনি একাকী জীবনযাপন করছেন। তিনি বলেন, ব্যক্তিগতভাবে লোকজনের সঙ্গে দেখা করতে করতে এবং ডেটিং অ্যাপে জীবনসঙ্গী খুঁজে ক্লান্ত হয়ে পড়েছেন। তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করেন না। কারণ, এখনও তিনি তেমন কাউকে খুঁজে পাচ্ছেন না। কেমন পাত্র খুঁজছেন তিনি? ইভ টিলে জানিয়েছেন, পাত্রকে ২৭ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। উচ্চতা ৫ ফুট ১১ ইঞ্চি, খেলাধুলা, প্রাণী এবং বাচ্চাদের পছন্দ করে এমন কাউকে খুঁজছেন তিনি। একই সঙ্গে পাত্রকে সব ধরনের পরিস্থিতি বোঝার মতো মনমানসিকতা থাকতে হবে। হাসি-ঠাট্টা বুঝতে হবে। লং-ডিসটেন্ট রিলেশনেও সমস্যা নেই বলে জানিয়েছেন এই নারী। উচ্চতার বিষয়ে পরিস্কার করে ইভ টিলে জানান, তিনি নিজে ৫ ফুট ১০ ইঞ্চি। সে কারণেই তিনি চান পাত্র যেন তার মতোই লম্বা হয়। তিনি জানিয়েছেন, এর আগে তিনি অনেকের সঙ্গেই ডেট করেছেন। তবে বেশিরভাগই তার উচ্চতা নিয়ে হীনমন্যতায় ভুগেছে। তারা ইভকে হিল পরতে নিষেধ করতেন। এ বিষয়টি তার ভালো লাগেনি।
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments