× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



নিজের বিয়ের আলোকসজ্জায় বিদ্যুৎস্পৃষ্টে সেনাসদস্যের মৃত্যু

বরিশালের গৌরনদীতে নিজের বিয়ের আয়োজনের আলোকসজ্জায় বিদ্যুৎস্পৃষ্টে এক সেনাসদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম বার্থী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেনাসসদ্য স্বপন দে (৩২) উপজেলার পশ্চিম বার্থী গ্রামের মৃত দীপক চন্দ্র দের ছেলে। তিনি যশোর সেনানিবাসে সেনাসদস্য হিসেবে কর্মরত ছিলেন। স্বজনরা জানায়, সেনাসদস্য স্বপন দে সন্ধ্যায় নববধূকে আনতে যাবার প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় বাড়ির গেইটের আলোকসজ্জার বাল্বে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হলে তা ঠিক করার সময় বিদ্যুতায়িত হন তিনি। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ভাই জানান, বিয়ে উপলক্ষে ১০ দিনের ছুটি নিয়ে যশোর সেনানিবাস থেকে বাড়িতে এসেছিলেন স্বপন। কনের ভাই জানান, হবু বরের মৃত্যুর সংবাদ শুনে কনের বাবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান। এসময় হবু জামাইয়ের মরদেহ দেখে শোক সইতে না পেরে কনের বাবা হৃদরোগে আক্রান্ত হলে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন। গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন আলো জানান, বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া সেনাসদস্য স্বপনের মরদেহ হাসপাতাল থেকে রাতেই থানায় আনা হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের পর মরদেহটি সৎকারের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

No comments