× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



ঈশ্বরদীতে উৎসবমূখর পরিবেশে নামযজ্ঞানুষ্ঠান চলছে

ঈশ্বরদী বারোয়ারি ঠাকুরবাড়ি সত্য নারায়ণ বিগ্রহ মন্দিরে ৩২ প্রহরব্যাপী অখন্দ শ্রী শ্রী মহানাম যজ্ঞানুষ্ঠান ও ১৬ প্রহরব্যাপী অষ্টকালীন লীলা কীর্তন চলছে। শনিবার পর্যন্ত এই উৎসব চলবে। বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় এই কীর্তনের আয়োজন করেছে ঈশ্বরদী বারোয়ারী হিন্দু সম্প্রদায়। শনিবার অধিবাসের মাধ্যমে এই উৎসব শুরু হয়। এতে শ্রীশ্রী গীতাপাঠ, মহানাম সংকীর্তন, শ্রীশ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন ও উষালগ্নে নগর কীর্তনের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের সংসদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সকল ধর্মের মানুষ মিলেই আমাদের বাংলাদেশ। সবাই মিলেই আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি এবং দেশটাকে সুন্দর করে গড়ে তুলছি। তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ধর্মে ধর্মে বৈষম্য করার কোনো সুযোগ নেই। আমরা সবাই মিলে উৎসব পালন করছি এবং করবো। সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবো। কীর্তনে এসে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন- ঈশ্বরদী পৌরসভার মেয়র মোঃ ইছাহক আলী মালিথা, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোপাল অধিকারীসহ রাজনৈতিক -সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। মহানামযজ্ঞানুষ্ঠান পরিচালনা কমিটির অন্যতম সমর কর্মকার বলেন, দীর্ঘবছর পর গত কয়েকবছর ধরে অনুষ্ঠানটি আবার শুরু করেছি। প্রচুর ভক্তবৃন্দের সাঁড়া পাচ্ছি। অনুষ্ঠান সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। মাননীয় সংসদ সদস্য, মেয়রসহ সকল ধমর্ের মানুষের আগমনে সম্প্রীতির বন্ধনে চলছে এই নামযজ্ঞে।

No comments