সাংবাদিক নাদিম হত্যাকারীদের ফাঁসির দাবিতে ঈশ্বরদীতে সমাবেশ
জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসীদের হামলায় বাংলা নিউজ টুয়েন্টিফোর ডটকম ও ৭১ টিভির প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম হত্যাকান্ডের সাথে জড়িত খুনীদের ফাঁসির দাবিতে পাবনার ঈশ্বরদীতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত
হয়েছে।
সোমবার ১৯ জুন সকাল ১০ টায় ঈশ্বরদী প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল বাতেনের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা চান্না মন্ডল, প্রেসক্লাবের সহ-সভাপতি খন্দকার মাহবুবুল হক দুদু, সহ-সাধারণ সম্পাদক শফিউল আলম বিশ্বাস, কোষাধ্যক্ষ শেখ মহসিন, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান বাবলু, নির্বাহী সদস্য স্বপন কুমার কুন্ডু, বীরমুক্তিযোদ্ধা আ ত ম শহীদুজ্জামান নাসিম, এম এম রাজা, হাশেম আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাসুদ রানা।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক নাদিম হত্যার মাস্টার মাইন্ড ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু সাংবাদিক নাদিমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়েছিলেন। কিন্তু সেই মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালত তা খারিজ করে দেন। মামলা খারিজের কয়েক ঘন্টার মধ্যেই চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু নিজে উপস্থিত থেকে নাদিমকে নৃশংসভাবে হত্যা করে।
আজ দেশে সাংবাদিকদের নিরাপত্তা নাই। সঠিক সংবাদ পরিবেশন করেও নাদিমকে প্রাণ দিতে হয়েছে। বক্তারা নাদিম হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলত শাস্তির দাবি জানিয়ে বলেন, শুধু নাদিম হত্যার বিচার নয়, সাংবাদিক হুমায়ূন করিব বালু, শাসসুর রহমান, সাগর রুনি দম্পতি, সাংবাদিক মানিক সাহার হত্যাকারীদেরও বিচারের আওতায় আনতে হবে। মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, একযুগ পেরিয়ে গেলেও সাংবাদিক সাগর-রুনি দম্পতির হত্যার বিচার হয়নি।
সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার দাবি করেন ও অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা বিধানের জন্য সরকারের প্রতি দাবি জানান বক্তারা।
এসময় মুক্তিযোদ্ধা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও উপজেলায় বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
No comments