আশ্রায়ন প্রকল্পে গালিবুর রহমান শরীফের 'ঈদ উপহার' বিতরন
পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নে 'বহরপুর আশ্রায়ন প্রকল্পে' ৩০৬ দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদে নতুন শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, প্রয়াত ভূমিমন্ত্রীর ছেলে গালিবুর রহমান শরীফ।
সোমবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার মুলাডুলি ইউনিয়নে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের পাশে রামচন্দ্র বহরপুর আশ্রায়ন প্রকল্পের সকলের মাঝে 'ঈদ উপহার' বিতরণ করা হয়।
পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ বলেন, 'জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, দেশরত্ন শেখ হাসিনা অসহায় ভূমিহীনদের বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছেন,আমি ঈদের আনন্দটা ভাগাভাগি করতে হতদরিদ্র ৩০৬ টি পরিবারের মাঝে ঈদের উপহার তুলে দিলাম। এটা আমার কর্তব্য পালন করেছি শুধু।
এসময় উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমাল, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটন, উপজেলা যুবলীগ নেতা হাবিবুর রহমান হাবিবুর, ঈশ্বরদী পৌর ছাত্রলীগের সভাপতি আবির হাসান শৈশবসহ স্থানীয় প্রবীণ আওয়ামী লীগ নেতা ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments