হিরো আলমের রেকর্ড
নন্দীগ্রাম-কাহালু উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৪ ও সদর উপজেলা তথা বগুড়া-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপনির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে রেকর্ড গড়েছেন হিরো আলম।
দেশের নির্বাচনী ইতিহাসে এর আগে কেউ একসঙ্গে দুটি আসনে স্বতন্ত্র পার্টি হিসেবে ভোটে দাঁড়াননি। বিএনপি ও আওয়ামী লীগের মতো বড় দলের প্রার্থীরা এর আগে একাধিক আসনে প্রতিদন্দ্বিতা করেছেন; কিন্তু স্বতন্ত্র হিসেবে একই ব্যক্তির দুই আসনে প্রার্থী হওয়ার ঘটনা এই প্রথম।
বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করেছেন হিরো আলম। এসময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হিরো আলম বলেন, ‘সদরের (বগুড়-৬ আসনের) কেন্দ্র সব দখল হয়্যা গ্যাচে। ডিসি-এসপিক কয়্যাও কোনো কাম হচ্চে না। সদরের আশা সব শ্যাষ।’
তবে প্যান্ডোরার বাক্সের শেষ বুদ্বুদের মতো হিরো আলমের আশা একেবারেই শেষ হয়ে যায়নি। বগুড়া-৪ আসনে ভোটগ্রহণ সুষ্ঠু হচ্ছে জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নন্দিত এই সঙ্গীতশিল্পী বলেন, ‘কাহালু-নন্দীগামের অনেক কেন্দ্র ঘুরে ঘুরে দেকচি। ভোট খুব সুষ্ঠু হচ্চে। মাঠের অবস্থা খুবই ভালো। কাহালু-নন্দীগ্রামের নিশ্চিত এমপি হচ্চি।’
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments