ফরিদপুরে তিন ডায়াগনস্টিক সেন্টারের জরিমানা
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা সদরে বিভিন্ন অপরাধে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারেফ হোসাইন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন।
আদালত সূত্রে জানা গেছে, বিভিন্ন অপরাধে বোয়ালমারী উপজেলার পৌর সদরের চৌরাস্তা সংলগ্ন কোহিনূর ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা, হাসপাতাল সড়কের আল আমিন ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা এবং মীম ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারেফ হোসাইন জাগো নিউজকে বলেন, একদিনে সবগুলো ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো সম্ভব নয়, পর্যায়ক্রমে করা হবে। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
No comments