× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



ফাইনাল দিয়েই বিশ্বকাপকে বিদায় জানাবেন মেসি

যা ছিল অনুমান আর ধারণা, সেটিই এবার নিশ্চিত করে জানা গেল। লিওনেল মেসি জানিয়ে দিলেন, পরের বিশ্বকাপে আর দেখা যাবে না তাকে। কাতারের ফাইনাল ম্যাচই হবে বিশ্বকাপে আর্জেন্টাইন জাদুকরের শেষ ম্যাচ।  বিশ্বকাপে ৩৬ বছরের খরা ঘোচানোর আশায় মেসির ভেলায় এগিয়ে চলেছে আর্জেন্টিনা। বিশ্বকাপের সেমি-ফাইনালে মঙ্গলবার তার আরও একটি দুর্দান্ত পারফরম্যান্সের ম্যাচে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে উড়িয়ে ফাইনালে পা রাখে দল।  ৩৫ বছর বয়সী মেসি চার বছর পরের বিশ্বকাপে থাকবেন না বলেই অনুমিত ছিল। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ শেষে আর্জেন্টনাইন সংবাদ মাধ্যম দিয়ারিও দেপোর্তিভো ওলে-এর সঙ্গে কথোপকথনে তিনি নিশ্চিত করে দিলেন তা।   “বিশ্বকাপ ফাইনাল খেলে আমার বিশ্বকাপ ভ্রমণ শেষ হবে। এই অর্জনে আমি খুবই খুশি। পরের বিশ্বকাপ অনেক বছর পরের ব্যাপার। আমার মনে হয় না, আমি তা খেলতে পারব। বরং এভাবে শেষ করতে পারাই সেরা ব্যাপার।”  গত বিশ্বকাপে শেষ ষোলো থেকে বিদায় নিলেও এবার মেসির অসাধারণ পারফরম্যান্সে আর্জেন্টিনা পৌঁছে গেছে স্বপ্নপূরণের খুব কাছে। তিনি নিজেও একের পর এক রেকর্ড আর অর্জনে রাঙাচ্ছেন নিজেকে। বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে তিনি নাম লিখিয়েছেন লোথার মাথেউসের পাশে। ফাইনালে জার্মান কিংবদন্তিকে ছাড়িয়ে মেসিই উঠে যাবেন শীর্ষে।  এছাড়াও আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের রেকর্ডে ছাড়িয়ে গেছেন গাব্রিয়েল বাতিস্তুতাকে। বিশ্বকাপে সবচেয়ে বেশি অ্যাসিস্ট-এর রেকর্ডও তিনি নিজের করে নিয়েছেন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে।  “এসব (অর্জন) খুব ভালো ও দারুণ, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দলীয় লক্ষ্য অর্জন করা। সবচেয়ে সুন্দর ব্যাপার এটিই। অনেক লড়াইয়ের পর আমরা স্রেফ একটি পদক্ষেপ দূরে আছি এবং এটা অর্জন করতে নিজেদের সবটুকু উজাড় করে দেব আমরা।” 
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments