× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



ওষুধ ও চিনি ব্যবসায়ীকে জরিমানা

রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ৩৮ ও ৫১ ধারায় ৩টি প্রতিষ্ঠানে মোট ১৩ হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করা হয়। বুধবার (২৩ নভেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ- পরিচালক মো.সেলিম এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাসুম আলীর নেতৃত্বে উপজেলার বানেশ্বর বাজারের ৩টি ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়। ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী কার্যালয় সূত্রে জানা গেছে, এই অভিযানে শ্যামা ফার্মেসীকে ৩ হাজার টাকা ও দাস মেডিকোকে ৫ হাজার টাকা করে দুটি প্রতিষ্ঠানে মোট ৮ হাজার টাকা এবং আশরাফুল ট্রেডার্সকে চিনি মজুদ করে বিক্রির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় পুঠিয়া উপজেলা সেনেটারী ইন্সেপ্টেক্টর মোঃ হাফিজসহ থানা-পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। উপ পরিচালক মো. সেলিম বলেন, চিনি এবং তেলের দাম সরকার নির্ধারিত মূল্যে সরবরাহ হয়। তাই বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহীর বানেশ্বরে ভোক্তা-অধিকার সংরক্ষণ ও ভোক্তা-অধিকার বিরোধী কার্য ও অপরাধের দায়ে অর্থদন্ড ও বাজার মনিটরিং করা হয়েছে। এসময় বিভিন্ন অপরাধে ৩টি প্রতিষ্ঠানে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও বলেন, নিয়মিত এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments