× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



টিসিবির পণ্য যেন সোনার হরিণ, মানুষের দীর্ঘ লাইন

করোনা সময়ে সাধারণ মানুষ দিশেহারা। তার উপর নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নাগালের বাইরে। স্বল্প আয়ের মানুষদের জন্য বিভিন্ন স্থানে পন্য বিক্রি করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ টিসিবি। আর টিসিবির এসব পণ্য ক্রয়ের জন্য মানুষ দীর্ঘ লাইন ধরে অপেক্ষা করছে। শতাধিক মানুষের লাইনে অনেক সময় ধাক্কা-ধাক্কির চিত্র চোখে পড়ে । সরেজমিনে ঈশ্বরদীর মাড়মীতে , প্রায় দুই শতাধিক নারী-পুরুষ আলাদা লাইনে দাড়িয়ে আছে। অথচ তখনো ট্রাকের পন্য বিক্রির প্রস্তুতি শুরু করেনি। এরই মধ্যে মানুষের যে ভিড় তাতে হিমশিম খেতে হচ্ছে বয়স্ক নারী পুরুষদের। যার ফলে লাইন ধরাকে কেন্দ্র করে ধাক্কাধাক্কি করতে যায় কয়েকজনকে। কথা হয় লাইনে দাড়ানো পঞ্চাশোর্ধ শফিক আহমদের সাথে। তিনি বলেন, বাসা বয়রা হলেও মাড়মীতে এসে টিসিবির পণ্যের জন্য লাইন ধরতেছি। এলাকায় সবাই পরিচিত, সেখানে লাইন ধরে টিসিবির পণ্য নিতে লজ্জা লোগে। তাই এখানে এসে পণ্য নিচ্ছি। কিন্তু এখানে যে ভিড়, তাতে মনে হয় কয়েক ঘন্টা লাইনে দাড়িয়ে থাকতে হবে। অনেকে ঠেলাঠেলি করছে। নিয়ম মেনে সুন্দর ভাবে যেন এসব বিক্রি করা হয় তা দেখার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানান তিনি।
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments