× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



রতন মহলদার ঈশ্বরদীতে জেলা পরিষদের সদস্য নির্বাচিত

পাবনা জেলা পরিষদের ৯নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ঘুড়ি প্রতীকে বিজয়ী হয়েছেন তৌফিকুজ্জামান রতন মহলদার। তাঁর প্রাপ্ত ভোট ৪২। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি টিউবওয়েল প্রতীকের সাইফুল আলম বাবু মন্ডল। তিনি পেয়েছেন ১৮ ভোট। এছাড়াও শফিউল আলম মন্ডল হাতি প্রতীকে পেয়েছেন ১৭ ভোট, মুরাদ আলী মালিথা তালা প্রতীকে ১৭ ভোট, মোঃ মুরাদ আলী বৈদ্যুতিক পাখা প্রতীকে ৯ ভোট, আনছারুল ইসলাম অটো রিক্সা প্রতীকে পেয়েছেন ২ ভোট। ১৭ অক্টোবর (সোমবার) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ঈশ্বরদী পরিষদ মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৯নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ কেন্দ্রে ভোটার ছিল ১০৭ জন। এরমেধ্যে ১০৫ জন ভোট প্রয়োগ করেছেন। ভোটকেন্দ্রে ভিতরে ও বাইরের সার্বিক নিরাপত্তার দায়িত্বে পুলিশ, র‌্যাব, ও আনসার মোতায়েন করা হয়। বিজয়ী প্রার্থী তৌফিকুজ্জামান রতন বলেন, ভোট সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে হয়েছে। আমাকে বিজয়ী করায় ভোটারদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। একই সঙ্গে ঈশ্বরদী উপজেলাবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি। উপজেলা নির্বাচন অফিসার আশরাফুল হক বলেন, ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ হয়েছে। আইন শৃঙ্খলা পরিবেশ অত্যন্ত ভালো ছিল। ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার পিএম ইমরুল কায়েস বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোট গ্রহণ নিয়ে কেউ কোন অভিযোগ করেননি।
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments