× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



ঈশ্বরদীতে সম্প্রীতি বিনষ্টকারীদের ছাড় দেওয়া হবে না-আলহাজ্জ্ব নুরুজ্জামান বিশ্বাস

ঈশ্বরদীতে সামাজিক-সম্প্রীতি কমিটির সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে ঈশ্বরদী উপজেলা প্রশাসনের আয়োজনে মাহাবুব আহমেদ খান স্মৃতি মঞ্চ প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার পি.এম ইমরুল কায়েসের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব নুরুজ্জামান বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্জ্ব নুরুজ্জামান বিশ্বাস বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি হলো নানা সম্প্রদায়ের মানুষের মধ্যকার সম্প্রীতি ও ভালোবাসা। আমাদের সমাজে বহু ধর্ম, ভাষা ও জাতির লোক বসবাস করে। সমাজে বসবাসরত সব সম্প্রদায়ের মধ্যে পরস্পর ঐক্য, সংহতি ও সহযোগিতার মনোভাব হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। সম্প্রীতি - ভাতৃত্ববোধ না থাকলে মানুষ একে অন্যকে ভালবাসে না। অন্যের কল্যাণ কামনা করে না। স্বীয় স্বার্থ হাসিলের জন্য অন্যের প্রতি অন্যায়, অত্যাচার ও নির্যাতন করতেও দ্বিধাবোধ করে না। তারা আসলে মানুষের চরিত্র বহন করে না। এসময় তিনি সকলকে অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে সামাজিক সম্প্রীতি বজায় রাখার কথা বলেন। আসন্ন শারদীয় দূর্গোৎসব সম্প্রীতির সাথে উদযাপনের কথা বলেন। সম্প্রীতি বিনষ্টকারীদের ছাড় দেওয়া হবে না জানান তিনি। অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, বীরমুক্তিযোদ্ধা রশিদুল্লাহ, বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, বীরমুক্তিযোদ্ধা আঃ খালেক, পৌরসভার মেয়র মোঃ ইছাহক আলী মালিথা, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, প্রেসক্লাবের সভাপতি স্বপন কুন্ডু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, সাবেক ভিপি মুরাদ মালিথা, ঈশ্বরদীর থানা পুলিশর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার, সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা সম্পাদক গোপাল অধিকারী, হিন্দু মহাজোটের সম্পাদক দেবদুলাল রায় প্রমুখ বক্তব্য রাখেন। এসময় মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু।
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments