× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



গাইবান্ধায় দাফনের একমাস পর শিশুর মরদেহ উত্তোলন

গাইবান্ধার সাদুল্লাপুরে দাফনের এক মাস পর মায়ের করা মামলায় হাসিম রায়হান (২) নামের এক শিশুর মরদেহ উত্তোলন করা হয়েছে। শনিবার (১৩ আগস্ট) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতাখারুল রহমানের উপস্থিতিতে উপজেলার ইদিলপুর ইউনিয়নের তাজনগর গ্রামের পারিবারিক কবরস্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে গত ১২ জুলাই ওই শিশুকে দাফন করা হয়। হাসিম রায়হান ওই গ্রামের রুবেল সরদারের ছেলে। স্থানীয়রা জানান, হাসিম রায়হানকে নিয়ে স্বজনরা ১১ জুলাই এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যান। সেখানে সে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। পরদিন বাড়ির পাশের একটি কূপে হাসিম রায়হানের মরদেহ দেখতে পান স্বজনরা। মরদেহ উদ্ধার করে ওইদিন রাতেই তাকে দাফন করা হয়। এ বিষয়ে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ (আইসি) সেরাজুল হক জানান, হাসিম রায়হানের মৃত্যুর পর মায়ের সন্দেহ হলে ২৪ জুলাই মামলা করেন। এ মামলায় আদালতের নির্দেশে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

No comments