বেশি দামে চাল বিক্রি, ৩ দোকানির জরিমানা
বেশি দামে চাল বিক্রি, ক্রয় ভাউচার সংরক্ষণ না করা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে কুমিল্লায় তিন প্রতিষ্ঠানকে ৬৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২২ আগস্ট) দুপুরে নগরীর চকবাজার ও পুলিশ লাইন এলাকায় এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।
jagonews24
তিনি বলেন, বৃহস্পতিবার থেকে কুমিল্লায় বাজার তদারকি অভিযান শুরু হয়েছে। তারই অংশ হিসেবে সোমবার নগরীর চকবাজার ও পুলিশ লাইন এলাকায় চালের দোকান ও বেকারিতে অভিযান চালানো হয়।
এ সময় বেশি দামে চাল বিক্রি করায় চকবাজার মেসার্স শচীন্দ্র চন্দ্র সাহাকে ৫০ হাজার টাকা, ক্রয় ভাউচার না রেখে বেশি দামে মূল্যে তালিকায় প্রদর্শন করায় মেসার্স হীরেন চন্দ্র সাহাকে আট হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে পুলিশ লাইন্স এলাকায় নিউ লাইট বেকারিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
মো. আছাদুল ইসলাম জানান, ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
No comments