× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



হায় হায় পার্টি হায় হায় করতে থাকুক, আমরা কাজ করে যাই: প্রধানমন্ত্রী

সমালোচনাকারীদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা নাই নাই, গেল গেল, হায় হয় করে বেড়াচ্ছে-এই হায় হায় পার্টি হায় হায় করতেই থাকুক। মাঝে মাঝে তো একটু তাদের বলতে দিতে হবে। আর আমরা আমাদের কাজ করে যাই, দেশ এগিয়ে যাক। রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ ’উদ্‌যাপন এবং ‘জাতীয় মৎস্য পদক-২০২২’ প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। প্রধানমন্ত্রী বলেন, এক সময় আমাদের মেঘনা নদীতে পিংক পার্ল হতো। সেটা নিয়ে আমরা গবেষণা করছি। কিন্তু খুব বেশি একটা সাফল্য আসছে না। সে দিকটায় আরেকটু নজর দেওয়া দরকার। আমাদের ঝিনুকগুলো অনেক ছোট। কিন্তু আমাদের রাইস পার্ল যেটা-এটাও কিন্তু অনেক মূল্যবান। এটা আমাদের খুব ভালো একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। কাজেই সেদিকেও একটু দৃষ্টি দেবেন। কক্সবাজার-কুয়াকাটাসহ সমুদ্র এলাকায় যেখানে মানুষ নেট দিয়ে দিয়ে শুধু চিংড়ির পোনা আহরণ করে এটা বন্ধ করতে হবে বলে জানান শেখ হাসিনা। তিনি বলেন, সেই সব জায়গায় হ্যাচারি তৈরি করে দিতে হবে। শুধু চিংড়ির পোনা উৎপাদন করলে হবে না। স্বাস্থ্যসম্মতভাবে যেন চিংড়ির চাষ হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ আমাদের খুলনা বিভাগে ভালো ভালো চিংড়ির উৎপাদন হয়। মিঠা পানিতেও আমাদের চিংড়ি যথেষ্ট হয়। সবাইকে মৎস্য উৎপাদনে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যার যেখানে জলাধার আছে, সেখানে আপনারা মাছের চাষ করেন। আমরা মাছে-ভাতে বাঙালি। এইভাবেই আমাদের জীবনটা আরও উন্নত হোক, এই আকাঙ্ক্ষা করি। প্রধানমন্ত্রী আরও বলেন, মাছের কাঁটা একটা সমস্যা। কিন্তু প্রক্রিয়াজাত করলে এই কাঁটা কিন্তু নরম করে ফেলা যায় এবং খাওয়া যায়। সেটা খুব বেশি কঠিন না। আপনারা যদি প্রেশার কুকারে মাছ ১ ঘণ্টা ১০ মিনিট সেদ্ধ করেন মাছের কিন্তু কাঁটা নরম হয়ে যায়। আমরা যদি বাণিজ্যিকভাবে এই পণ্যকে টিনজাত করতে পারি, প্রক্রিয়াজাত করতে পারি এবং দেশে-বিদেশে রপ্তানি করতে পারি, পৃথিবীর বহু দেশ এই মাছ কিন্তু নেবে। মাছের বিভিন্ন পণ্য আমরা তৈরি করে রপ্তানি করতে পারব। নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, আমি মনে করি আমাদের নতুন প্রজন্ম এগিয়ে আসবে। তাতে কর্মসংস্থান যেমন হবে, দেশে বেকারত্ব দূর হবে। সেই সঙ্গে দেশও রপ্তানিযোগ্য পণ্য পাবে আর দেশের অভ্যন্তরীণ চাহিদাও মিটবে। mwVfuXEg25Z6HHUvDR6wCKc0APAEO2FhzrsA=s2048" style="display: block; padding: 1em 0; text-align: center; ">
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments