× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



ঈশ্বরদীর জয়নগরে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মোঃ খায়রুল বাশার (মিঠু) আমাদের সংযোগ বার্তা ডেস্কঃ ঈশ্বরদী জয়নগর (আমসারদারী) মতিয়ার রহমানেরর বাড়ীর সামনে নাফিজ_আহমেদ আরিফের পৃষ্ঠপোষকতায় দুই দিন ব্যাপী ঈদ পুনমিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র এলাকার কৃতিসন্তান বিশিষ্ঠ সমাজ সেবক জনাব আলহাজ্ব মাহবুবুল আলম বাদশা করিগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নূর সালাম প্রাং,লোকমান প্রাং,শাজাহান দেওয়ান,মুন্জুর প্রাং,আশরাফ প্রাং,শামসুর রহমান দেওয়ান,জাকির হোসেন প্রাং প্রমূখ।অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক ও সদস্য সচিব ছিলেন মোঃ আশরাফ সিদ্দিক (মিলন) ও মতিয়ার রহমান। ঈদের ২য় দিন সোমবার পবিত্র কোরআন তেলোয়াত ও মশাল দৌড়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অত্র এলাকার কৃতিসন্তান বিশিষ্ঠ সমাজ সেবক ও অনুষ্ঠানেরর প্রধান পৃষ্ঠপোষক জনাব, নাফিজ আহমেদ আরিফ। অনুষ্ঠানের ক্রীড়া পরিচালনায় ছিলেন আল- আমিন দেওয়ান।সহযোগী পরিচালক ছিলেন মোতালেব প্রাং, ইকদিল প্রাং, উজ্জল প্রাং, রবি প্রাং,মমিন প্রং। দুই দিন ব্যাপী অনুষ্ঠানেরর মধ্যে উল্লেখযোগ্য ছিল শিশুদের দৌড়, গুপ্তধন উদ্ধার,ব্যাঙ দৌড়, মেরগ যুদ্ধ,যুবকদের বিবাহিত- অ-বিবাহিতদের মধ্যে ফুটবল খেলা, বদন খেলা,হা-ডু-ডু, রশিটানা, ভাগ্য পরীক্ষা, হড়িভাঙ্গা, বৃদ্ধদের রশিটানা, বদন খেলা। মহিলাদের খেলা বাজনা থামলে বালিশ কোথায়, সর্বশেষে শিশুদের মনোমুগ্ধকর নৃত্য।অনুষ্ঠানে সার্বিক তত্তাবধায়নে ছিলেন মতিয়ার রহমান,এজাজুল প্রাং,বায়েদ প্রাং, রিপন দেওয়ান,কিরণ প্রাং,শফি কারিগর, খোকা,ইসলাম দেওয়ান। সেচ্ছাসেবকের দায়িক্ত পালন করেন নাইম,জিহাদ,মাহিম,রাফি,রাফসান মবিন,অনন্ত, রিক্ত,শুভ,আফজাল, সহ আরও অনেকে। বিজয়ীদের পুরস্কার বিতরণের পর নাফিজ আহমেদ অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করায় সকলের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন। মোঃ খায়রুল বাশার (মিঠু) আমাদের সংযোগ বার্তা ডেস্কঃ ঈশ্বরদী জয়নগর (আমসারদারী) মতিয়ার রহমানেরর বাড়ীর সামনে নাফিজ_আহমেদ আরিফের পৃষ্ঠপোষকতায় দুই দিন ব্যাপী ঈদ পুনমিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র এলাকার কৃতিসন্তান বিশিষ্ঠ সমাজ সেবক জনাব আলহাজ্ব মাহবুবুল আলম বাদশা করিগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নূর সালাম প্রাং,লোকমান প্রাং,শাজাহান দেওয়ান,মুন্জুর প্রাং,আশরাফ প্রাং,শামসুর রহমান দেওয়ান,জাকির হোসেন প্রাং প্রমূখ।অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক ও সদস্য সচিব ছিলেন মোঃ আশরাফ সিদ্দিক (মিলন) ও মতিয়ার রহমান। ঈদের ২য় দিন সোমবার পবিত্র কোরআন তেলোয়াত ও মশাল দৌড়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অত্র এলাকার কৃতিসন্তান বিশিষ্ঠ সমাজ সেবক ও অনুষ্ঠানেরর প্রধান পৃষ্ঠপোষক জনাব, নাফিজ আহমেদ আরিফ। অনুষ্ঠানের ক্রীড়া পরিচালনায় ছিলেন আল- আমিন দেওয়ান।সহযোগী পরিচালক ছিলেন মোতালেব প্রাং, ইকদিল প্রাং, উজ্জল প্রাং, রবি প্রাং,মমিন প্রং। দুই দিন ব্যাপী অনুষ্ঠানেরর মধ্যে উল্লেখযোগ্য ছিল শিশুদের দৌড়, গুপ্তধন উদ্ধার,ব্যাঙ দৌড়, মেরগ যুদ্ধ,যুবকদের বিবাহিত- অ-বিবাহিতদের মধ্যে ফুটবল খেলা, বদন খেলা,হা-ডু-ডু, রশিটানা, ভাগ্য পরীক্ষা, হড়িভাঙ্গা, বৃদ্ধদের রশিটানা, বদন খেলা। মহিলাদের খেলা বাজনা থামলে বালিশ কোথায়, সর্বশেষে শিশুদের মনোমুগ্ধকর নৃত্য।অনুষ্ঠানে সার্বিক তত্তাবধায়নে ছিলেন মতিয়ার রহমান,এজাজুল প্রাং,বায়েদ প্রাং, রিপন দেওয়ান,কিরণ প্রাং,শফি কারিগর, খোকা,ইসলাম দেওয়ান। সেচ্ছাসেবকের দায়িক্ত পালন করেন নাইম,জিহাদ,মাহিম,রাফি,রাফসান মবিন,অনন্ত, রিক্ত,শুভ,আফজাল, সহ আরও অনেকে। বিজয়ীদের পুরস্কার বিতরণের পর নাফিজ আহমেদ অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করায় সকলের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments