× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



গাঁজার গাছসহ গ্রেফতার ১

পাবনার সুজানগরে গাঁজার গাছসহ এক মাদক চাষীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার কৃত মো. মুরাদ ২৫ সুজানগর থানার ভায়না আশ্রয়ন প্রকল্পের মো. মহির উদ্দিন প্রাং ওরফে মধুর ছেলে। জানাযায় পুলিশ সুপার, জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম’র নির্দেশনায় সুজানগর থানাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে সুজানগর থানার একটি অভিযানিক দল ইং ২০জুন ২০২২ সোমবার সুজানগর থানাধীন ভায়না (আশ্রায়ন প্রকল্প) ধৃত আসামী মোঃ মুরাদ প্রাং (২৫) পিতা-মোঃ মহির উদ্দীন প্রাং ওরফে মধুর বাড়ীর পাশে ঘর সংলগ্ন জায়গায় ২২.৩০ ঘটিকায় অভিযান চালিয়ে এক মাদক চাষকারীকে ০২ টি গাঁজার গাছসহ গ্রেফতার করেন। গাঁজার গাছের ডাল সহ ওজন ৩ (তিন) কেজি। উক্ত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments