কৃষির জন্য বিশেষ কিছু করার প্রচেষ্টা থাকবে: ঈশ্ববদীতে কৃষিমন্ত্রী
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: ঈশ্বরদীতে লিচু, বড়ই, আমসহ বিভিন্ন অর্থকারী ফসল ভালো হয়। আমরা মনে করি ঈশ্বরদীতে কৃষি প্রক্রিয়াজাতকরণ এলাকা হিসেবে একটি ভালো অঞ্চল। এ অঞ্চলে প্রক্রিয়াজাতকরণের জন্য শিল্প কলকারখানা স্থাপন করা যেতে পারে। সেই বিষয়টি মাথায় রেখে কৃষিপণ্য প্রক্রিয়াজাত করণে বিভিন্ন প্রযুক্তির জন্য কাজ করছে সরকার। ঈশ্বরদীতে কৃষির জন্য বিশেষ কিছু করার প্রচেষ্টা থাকবে।
গতকাল বৃহস্পতিবার পাবনার ঈশ্বরদীতে দুই দিনের লিচু মেলার উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি এ কথা বলেন।
বিএসআরআই বিদ্যালয় মাঠে দুইদিনের এই লিচু মেলার আয়োজন করে বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটি। এতে সভাপতিত্ব করেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য নুরংজ্জামান বিশ্বাস। বক্তব্য রাখেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির সভাপতি জাতীয় পদকপ্রাপ্ত কৃষক সিদ্দিকুর রহমান ময়েজ (কুল ময়েজ)।
স্থানীয় এমপি ও কৃষক উন্নয়ন সোসাইটির দাবি করেন ঈশ্বরদীতে একটি কৃষিপণ্য সংরক্ষণাগার ও লিচু প্রসেসিং জোন করার। এই দাবির প্রেক্ষিতে মন্ত্রী বলেন, এখানকার এমপি, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ অন্যান্য জনপ্রতিনিধিদের নিয়ে ঢাকায় বৈঠক করে দেশের কৃষির উন্নয়নের জন্য ঈশ্বরদীতে বিশেষ কিছু করা যায় কি-না সিদ্ধান্ত নেব।
মানপত্র পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী পৌরসভার প্যানেল মেয়র আবুল হাশেম। এসময় উপস্থিত ছিলেন, পাবনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, পাবনা-৪ আসনের সাবেক সংসদ বীরমুক্তিযোদ্ধা মঞ্জুর রহমান বিশ^াস, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা, নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী পৌরসভার মেয়র ইসাহক আলী মালিথা, পাবনা পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান, পাবনা সদর উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রিয় কমিটির কোষাধক্ষ্য জালাল উদ্দীন তুহিন, স্বর্ণপদকপ্রাপ্ত কৃষক শাজাহান আলী ‘পেঁপে বাদশা’ প্রমুখ
এর আগে মন্ত্রী আব্দুর রাজ্জাক উপজেলার দাশুড়িয়ার নওদাপাড়ায় লিচু বাগান পরিদর্শন করেন। দু’দিনব্যাপি লিচু মেলার উদ্বোধন করেন মন্ত্রী। লিচু মেলায় নিউ এরা ফাউন্ডেশনসহ প্রায় অর্ধশত কৃষি প্রযুক্তির স্টল স্থান পেয়েছে। এ সময় মন্ত্রী স্টলগুলো ঘুরে দেখেন।
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments