নাটোরে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭, আহত ২০
নাটোরের বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২০ জন। শনিবার (৭ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে। হতাহতের নাম-পরিচয় জানাতে পারেননি সংশ্লিষ্টরা। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাটোর জেলা পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহা।
তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ন্যাশনাল পরিবহনের একটি বাস ও ঢাকাগামী সিয়াম পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে আসা ন্যাশনাল পরিবহনের বাসের সঙ্গে নাটোর থেকে সিরাজগঞ্জগামী সিয়াম পরিবহনের বাসের সংঘর্ষ হয়। এরপর সিয়াম পরিবহনের বাসটি গাজী অটো রাইসমিলের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দেয়। এতে ট্রাকটি রাস্তার পাশে উল্টে পড়ে।
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments