× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



ঈশ্বরদীতে রজত জয়ন্তী উদযাপন

ঈশ্বরদীর স্বনামধন্য ইক্ষু গবেষণা উচ্চ বিদ্যালয়ের ১৯৯৭ ব্যাচের শিক্ষার্থীদের এস এস সি পাশের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রজব জয়ন্তী পালিত হয়েছে। গত ৫ মে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট চত্ত¦রে এই মিলন মেলার আয়োজন করা হয়। বেলুন ও পায়রা উড়িয়ে রজব জয়ন্তী শুভ সূচনা করেন প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. এম আমজাদ হোসেন। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক-শিক্ষিকাসহ অন্যান্যদের উপস্থিতে দিনটি মিলনমেলায় পরিণত হয়। এসময় শৈশবের লাইনে দাড়িয়ে জাতীয় সংগীত গাওয়া, টিফিন খাওয়াসহ স্মৃতিবিজরিত দিন স্ম্রণ করেন শিক্ষার্থীরা। পরে খেলাধুলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মিলনমেলা উদযাপন কমিটির আহবায়ক ও অতিরিক্তি চীফ জুডিসিয়ালম্যাজিস্ট্রেট কুষ্টিয়া মো: আব্দুল কুদ্দুস বলেন, সময়ের ব্যবধানে আমরা এক একজন এক এক কর্মে ব্যস্ত। সকলের মাঝে যেন শুধু বন্ধুত্ব নয়, ভাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগীতাবোধ বৃদ্ধি পায় সেই লক্ষ্যেই এই আয়োজন। এই মিলনমেলার মাধ্যমে আমরা আবারও একফ্রেমে বন্দী হয়েছি।
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments