ঈশ্বরদীতে রজত জয়ন্তী উদযাপন
ঈশ্বরদীর স্বনামধন্য ইক্ষু গবেষণা উচ্চ বিদ্যালয়ের ১৯৯৭ ব্যাচের শিক্ষার্থীদের এস এস সি পাশের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রজব জয়ন্তী পালিত হয়েছে। গত ৫ মে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট চত্ত¦রে এই মিলন মেলার আয়োজন করা হয়। বেলুন ও পায়রা উড়িয়ে রজব জয়ন্তী শুভ সূচনা করেন প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. এম আমজাদ হোসেন। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক-শিক্ষিকাসহ অন্যান্যদের উপস্থিতে দিনটি মিলনমেলায় পরিণত হয়। এসময় শৈশবের লাইনে দাড়িয়ে জাতীয় সংগীত গাওয়া, টিফিন খাওয়াসহ স্মৃতিবিজরিত দিন স্ম্রণ করেন শিক্ষার্থীরা। পরে খেলাধুলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মিলনমেলা উদযাপন কমিটির আহবায়ক ও অতিরিক্তি চীফ জুডিসিয়ালম্যাজিস্ট্রেট কুষ্টিয়া মো: আব্দুল কুদ্দুস বলেন, সময়ের ব্যবধানে আমরা এক একজন এক এক কর্মে ব্যস্ত। সকলের মাঝে যেন শুধু বন্ধুত্ব নয়, ভাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগীতাবোধ বৃদ্ধি পায় সেই লক্ষ্যেই এই আয়োজন। এই মিলনমেলার মাধ্যমে আমরা আবারও একফ্রেমে বন্দী হয়েছি।
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments