× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



চেয়ারম্যানের হয়রানির প্রতিবাদে বাজার ব্যবসায়ীদের ধর্মঘট

হয়রানির অভিযোগ এনে কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমরুল কায়েসের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন মরিচ্যা বাজারের ব্যবসায়ীরা। শনিবার (২ এপ্রিল) রাতভর বিক্ষোভের পর রোববার (৩ এপ্রিল) সকাল ৬ থেকে দুপুর ২টা পর্যন্ত সব ধরনের দোকানপাট বন্ধ ঘোষণা করে ব্যবসায়ী সমিতি। এরই অংশ হিসেবে আজ অর্ধদিবস ধর্মঘট পালন করেছেন ওই বাজারের ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবি, নৌকার বিদ্রোহী প্রার্থী হয়ে ইমরুল কায়েস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে তার পক্ষে ভোট না করা ও নৌকার পক্ষে ভোট করা ব্যবসায়ীদের টার্গেট করে নানাভাবে হয়রানি করে আসছেন। এতে নিরুপায় ও অতিষ্ঠ হয়ে বিক্ষোভ এবং দোকানপাট বন্ধ ঘোষণা করেছেন তারা। মরিচ্যা বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির সভাপতি ও ইউপি সদস্য মনজুর আলম বলেন, ইমরুল কায়েস চেয়ারম্যান হওয়ার পর থেকে হলদিয়াপালংয়ের মরিচ্যা বাজার ব্যবসায়ীরা শান্তিতে নেই। নির্বাচনে অন্য প্রার্থীদের পক্ষে যারা কাজ করেছেন তাদের দোকান লুটপাট, উচ্ছেদ এবং ভাঙচুর চালিয়ে আসছেন তিনি। ইউপি সদস্য মনজুর আলম বলেন, শনিবার (২ এপ্রিল) মরিচ্যা বাজারে বেশ কয়েকটি দোকানে ভাঙচুর এবং লুটপাট করা হয়। এতে ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে রাস্তায় নামেন। চেয়ারম্যানের বিরুদ্ধে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। এসময় শত শত ব্যবসায়ী ও চেয়ারম্যানের রোষানলে পড়া সাধারণ মানুষ রাস্তায় নেমে আসেন এবং চেয়ারম্যানের নামে বিভিন্ন স্লোগান দেন। পরে মরিচ্যা বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির সিদ্ধান্ত মোতাবেক বাজারের দোকানপাট বন্ধ করা হয়। তিনি আরও বলেন, কাল রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসাইন সজীবকে বিষয়টি জানানো হয়েছে। অফিসিয়ালি আজ অভিযোগ দেওয়া হবে। মরিচ্যা বাজারের ব্যবসায়ী জসিম আহমেদ বলেন, ইমরুল চেয়ারম্যান হওয়ার পরই প্রথমে আমার দোকান উচ্ছেদ করেন। কারণ আমি হলদিয়াপালংয়ের সাবেক চেয়ারম্যান শাহ আলমের জন্য ভোট করেছিলাম। তিনি হওয়ার পর থেকে মরিচ্যা ব্যবসায়ীদের ঘুম হারাম হয়ে গেছে। তিনি একটি ট্রেড লাইসেন্সের জন্য ১০ থেকে ২০ হাজার টাকা নেওয়ার নজিরও সৃষ্টি করেছেন। বিষয়টির সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করছি তবে অভিযোগের বিষয়ে হলদিয়াপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী বলেন, সরকারি শেড ভাড়া দিয়ে অতিরিক্ত টাকা হাতানো একটি চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় বিএনপির দায়িত্বশীলরা মিলে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করছে। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসাইন সজীব বলেন, শনিবার রাত থেকে অনেকেই মরিচ্যা বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে বিক্ষোভের বিষয়টি জানিয়েছেন। তবে কেউ এ বিষয়ে লিখিত অভিযোগ দেননি। এরপরও পবিত্র রমজান মাসের বিষয়টি মাথায় রেখে আমি বাজারের নেতাদের ডেকে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments