বিশ্বে অনন্য নজির স্থাপন গৃহহীনদের ঘরসহ জমিদান - নুরুজ্জামান বিশ্বাস এমপি
গৃহহীনদের ঘরসহ জমিদান বিশ্বে অনন্য নজির স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি। মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় ঈশ্বরদী উপজেলার বহরপুর আশ্রয়ণ প্রকল্প প্রাঙ্গণে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি এবং ঘর হস্তান্তর অনুষ্ঠানের আগে তিনি এসব কথা বলেন।
ঈশ্বরদী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ঘর হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্বকরেন উপজেলা নির্বাহী অফিসার পি এম ইমরুল কায়েস। এসময় উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক রাসেল বিশ্বাস , পৌরসভার মেয়র ইসাহক আলী মালিথা, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাস খানসহ,মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশে একযোগে তৃতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি এবং ঘর হস্তান্তরের কর্মসূচির উদ্বোধন করেন। পবিত্র রমজানের ঈদ ও মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় তৃতীয় ধাপে ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের বহরপুর আশ্রয়ন প্রকল্পে ৬০টি গৃহহীন পরিবার পাবেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর।
পবিত্র ঈদুল ফিতরের আগে প্রথম ও দ্বিতীয় ধাপের ঘরগুলোর নকশা ও পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে। যার ফলে ঘরগুলো অধিক টেকসই ও দুর্যোগ সহনীয় হবে মনে করছেন সংশ্লিষ্টরা। এরইমধ্যে ঘর নির্মান শেষ হয়েছে । ঈদের আগেই গৃহহীন ও ভূমিহীনদের মাঝে হস্তান্তর করা হলে এবারের ঈদ তাদের জন্য আনন্দে নতুন মাত্রা যুক্ত হবে। রঙিন টিনশেডের প্রতিটি একক ঘরে ইটের দেওয়াল কংক্রিটের মেঝে এবং টিনের ছাউনি দিয়ে তৈরি দুটি করে শোবার ঘর, একটি রান্না ঘর, টয়লেট এবং সামনে খোলা বারান্দা রয়েছে।
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments