× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



অভিনয়ে চঞ্চলপুত্র শুদ্ধ

দেশের অভিনয় জগতের উজ্জ্বল নক্ষত্র চঞ্চল চৌধুরী। সফল এই তারকার একমাত্র সন্তানের নাম শুদ্ধ। বয়স সবে ১২ বছর। মায়ের (চঞ্চলের স্ত্রী) সঙ্গে এসেছিল বাবার শুটিং দেখতে। এরপর হঠাৎ সিদ্ধান্তে দাঁড়িয়ে যায় ক্যামেরার সামনে! তবে এটাকে আনুষ্ঠানিক বলতে চান না চঞ্চল। কেবল ঘটনাক্রমে একটি দৃশ্যে কয়েকটি সংলাপ দিয়েছে শুদ্ধ। পুরোদস্তুর অভিনয়ে আসার জন্য তাকে আরো অনেক পথ পেরোতে হবে বলে মনে করেন চঞ্চল। ছেলের অভিনয়ে আসার বিষয়টি সোশ্যাল মিডিয়ায় স্পষ্টভাবে জানিয়েছেন এ তারকা। তিনি বলেন, ‘শুদ্ধর কেবল প্রথম টিভি ক্যামেরার সামনে দাঁড়ানো! ব্যাপারটা আহামরি কিছু না। গিয়েছিল পুবাইলে এবারের ঈদের নাটকের শুটিং দেখতে। সঙ্গে ওর মা-ও ছিল। পরিকল্পনা ছাড়াই ছোট ছোট চার-পাঁচ ডায়লগের ছোট্ট একটা সিকোয়েন্স। কো-আর্টিস্ট দিব্য, সৌম্য। তার অভিনয়ে আসার যথেষ্ট ইচ্ছা রয়েছে। তবে এর জন্য তাকে তৈরি হতে হবে। শুধু ইচ্ছায় তো আর কাজ হবে না। আগে তো শুটিং দেখতে হবে, তারপর অভিনয়টা শিখতে হবে, তারপর তো অভিনয়। তবে ওর দেখাটা শুরু হলো।’ ঈদ উপলক্ষে ‘সুশীল ফেমেলি’ নাটকে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। বৃন্দাবন দাসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা। এই নাটকেই ছোট একটি দৃশ্যে অভিনয় করেছে চঞ্চলের ছেলে শুদ্ধ।
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments