× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



বঙ্গবন্ধুর জন্মদিনে ১০২ পথশিশু পেল নতুন জামা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে নোয়াখালীর সুবিধা বঞ্চিত ১০২ শিশুকে নতুন জামা উপহার দিয়েছে স্বেচ্ছাসেবক লীগ। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে নোয়াখালী প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক শহিদ উল্লাহ খান সোহেল। তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মদিনে পথশিশুদের মাঝে নতুন জামা বিতরণের এমন আয়োজন আমাকে আনন্দিত করেছে। এজন্য জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতাদের ধন্যবাদ জানাই। এছাড়াও নোয়াখালীতে দিবসটি পালনে নানান কর্মসূচি পালিত হয়েছে। সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শিশু শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর নেতৃত্বে একটি র্যালি বের হয়। মুজিব চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে সকালে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শিশুদের নিয়ে কেক কাটা হয়। জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমিতে শিশুদের চিত্রাঙ্কন, রচনা, উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেলার বিভিন্ন মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপসানালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। স্ব-স্ব প্রতিষ্ঠানের উদ্যোগে হাসপাতাল, জেলাখানা ও শিশু পরিবারে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments