এবারের অস্কার পেল যারা
সব জল্পনার অবসান ঘটিয়ে ৯৪ তম অস্কারে সেরা সিনেমার পুরস্কার জিতল ‘কোডা’। বধির কোডা পরিবারের একমাত্র মেয়েটি যে শুনতে পায় সে নামকরা শিল্পী হতে চায়- সেই কাহিনী নিয়েই এই সিনেমার গল্প।
যারা পেলো পুরস্কার:
সেরা সিনেমা ‘কোডা’
সেরা অভিনেতা উইল স্মিথ, ‘কিং রিচার্ড’ ছবির জন্য
সেরা অভিনেত্রী জেসিকা চ্যাস্টেন ‘দ্য আইজ অব টেমি ফে’ ছবির জন্য
সেরা পরিচালক জেন ক্যাম্পিয়ন, ছবি ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’
বেস্ট অ্যানিমেটেড ফিচার ফিল্ম ‘এনকান্টো’
বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ‘ড্রাইভ মাই কার’
সেরা তথ্যচিত্র ‘সামার অব সোল’
বেস্ট সাউন্ড ‘ডুন’
বেস্ট ডকুমেন্টারি শর্ট সাবজেক্ট ‘দ্য কুইন অব বাস্কেটবল’
বেস্ট অ্যানিমেটেড শর্টফিল্ম ‘দ্য উইন্ডশিল্ড উইপার’
বেস্ট লাইভ অ্যাকশন শর্টফিল্ম ‘দ্য লং গুডবাই’
বেস্ট অরিজিনাল স্কোর ‘ডুন’-এর জন্য হ্যানঝ জিমার
বেস্ট ফিল্ম এডিটিং ‘ডুন’-এর জন্য জো ওয়াকার
বেস্ট প্রোডাকশন ডিজাইন ‘ডুন’
বেস্ট মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইল ‘দ্য আইজ অব টেমি ফে’
কস্টিউম ডিজাইন জেনি বেভান, ছবি ‘ক্রুয়েলা’
পার্শ্বচরিত্রের সেরা অভিনেতা ট্রয় খটসর, ছবি ‘কোডা’
বেস্ট সিনেমাটোগ্রাফি ‘ডুন’-এর জন্য গ্রেগ ফ্রাসার
বেস্ট ভিজ্যুয়াল ইফেক্টস ‘ডুন’
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments