× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



বাজার সহনীয় রাখতে সরকারের ৯ পদক্ষেপ

পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন বাণিজ্যমন্ত্রী। বাজার মনিটরিং করছে ‘দ্রব্যমূল্য পর্যালোচনা ও পূর্বাভাস সেল’। অতি মুনাফা ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনা করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কারাসাজি ঠেকাতে মাঠে রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের ২৮টি মনিটরিং টিম। ঢাকাসহ সারাদেশে ৩ হাজার ডিলারের মাধ্যমে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ভেজাল রোধে বাজার তদারকি করবে নিরাপদ খাদ্য অধিদপ্তরের বিশেষ টিম। ন্যায্যমূল্য ও সঠিক পণ্য বিক্রি দেখভালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বাজারে থাকবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বাজার তদারকি করবে র‌্যাব ও পুলিশের বিশেষ টিম। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯ সদস্যবিশিষ্ট ‘বাজারমূল্য পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ’-বিষয়ক স্থায়ী কমিটি কাজ করবে। কারণে-অকারণে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে এসব উদ্যোগ নেয়া হয়েছে। পবিত্র রমজানের আর মাত্র কয়েক দিন বাকি। এই সময়ে খাদ্যপণ্যের বাড়তি চাহিদার সুযোগ নিয়ে দ্রব্যমূল্য বাড়িয়ে অতি মুনাফা লুটতে তৎপর এক শ্রেণির ব্যবসায়ী। রাজধানীসহ সারাদেশের বাজারগুলোতে রমজানের আঁচ টের পাওয়া যাচ্ছে। লাগামহীন হয়ে পড়েছে নিত্যপণ্যের দাম। সবচেয়ে বেশি ভুগছে নি¤œ ও মধ্যবিত্ত আয়ের মানুষ। এ পরিস্থিতিতে মানুষের কষ্ট দূর করতে কিছু পণ্যের ওপর ভ্যাট প্রত্যাহারসহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। কিন্তু তাতে স্বাভাবিক দামে ফিরেনি কোনো পণ্য। এমন পরিস্থিতিতে নিত্যপণ্যের লাগাম টেনে ধরতে রমজানে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। দাম নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে বাণিজ্যমন্ত্রী ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, চাহিদা নির্ণয়, মজুত পরিস্থিতি নিয়ে আলোচনা-পর্যালোচনা করা হয়েছে। এছাড়া ‘দ্রব্যমূল্য পর্যালোচনা ও পূর্বাভাস সেল’ এটা মনিটরিং করছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করছে। বাণিজ্য মন্ত্রণালয়ের ২৮টি মনিটরিং টিম পর্যবেক্ষণ করছে। ঢাকাসহ সারাদেশে ৩ হাজার ডিলারের মাধ্যমে ন্যায্যমূল্যে টিসিবির ট্রাক সেল চলমান রয়েছে। এত কিছুর পরেও আসছে রমজানে যে মূল্যবৃদ্ধির হার আরো ঊর্ধ্বমুখী হবে না, সে নিশ্চয়তা দিতে পারছে না কেউই। এ পরিস্থিতিতে ব্যবসায়ীদের সমস্যা বিবেচনাসহ কয়েক দফা সুপারিশ করেছে সরকারের একটি বিশেষ সংস্থা। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-১২ মোহাম্মদ আসাদুজ্জামান স্বাক্ষরিত একটি চিঠি গোপনীয় প্রতিবেদনসহ বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। চিঠিতে প্রতিবেদনের আলোকে পরীক্ষান্তে প্রয়োজনীয় ব্যবস্থা অবহিত করার অনুরোধ করা হয়। পণ্য নিয়ে কারসাজি বন্ধে বাণিজ্য মন্ত্রণালয় থেকে রমজানে মাসব্যাপী বাজার তদারকির উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া খাদ্যে ভেজাল রোধে নিরাপদ খাদ্য অধিদপ্তরের বিশেষ টিম বাজার তদারকি করবে। ন্যায্যমূল্য ও সঠিক পণ্য বিক্রি হচ্ছে কিনা, তা দেখভালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বাজারে থাকবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বাজার তদারকি করবে র‌্যাব ও পুলিশের বিশেষ টিম। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯ সদস্যবিশিষ্ট ‘বাজারমূল্য পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ’-বিষয়ক স্থায়ী কমিটি কাজ করবে। জানা গেছে, গত ডিসেম্বর মাসে মূল্যস্ফীতি ৬ শতাংশ ছাড়িয়েছে, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০১৫ সালের ডিসেম্বরে মূল্যস্ফীতির হার ৬ শতাংশের উপরে উঠেছিল। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ভোক্তা মূল্যসূচক পর্যালোচনা করে দেখা গেছে, গত ডিসেম্বরে গড় মূল্যস্ফীতির হার বেড়ে ৬ দশমিক ৫ শতাংশে উঠে, আগের মাসে যা ছিল ৫ দশমিক ৯৮ শতাংশ। সংস্থাটি বলছে, গত কয়েক মাস থেকে নিত্যপণ্যের দাম বাড়ছে। ডিজেল ও কেরোসিনের দাম বাড়ার প্রভাব পড়েছে পরিবহন খাতে। ফলে খাদ্য-বহির্ভূত পণ্যের দাম আরো বেড়েছে। এজন্য দেশের পণ্যমূল্যের লাগাম টানার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সম্প্রতি সংস্থাটির এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রধানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঢাকা সফর করে। সেসময় তারা বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় ও এনবিআরের সঙ্গে বৈঠক করে। আলোচনায় সরকারের আয়-ব্যয়, বাজেট বাস্তবায়ন ও আগামী ২০২২-২৩ অর্থবছরের রাজস্ব আয় নিয়ে কিছু পরামর্শ দিয়েছে। সেখানে পণ্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়েও কড়া পরামর্শ দিয়েছে আইএমএফ। একই সঙ্গে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে আনতে উৎপাদন, বণ্টন, পরিবহন ও সরবরাহ পর্যায়ে তদারকি বাড়ানোর নির্দেশনা দিয়েছে আইএমএফ। এদিকে সরজমিন বাজার ঘুরে দেখা গেছে, মোটা চালের কেজি ৫০ টাকা ছাড়িয়েছে। ভোজ্যতেলের কেজি প্রায় ১৬০ টাকা। চিনির কেজি ১০০ টাকা ছুঁই ছুঁই করছে। শুধু তাই নয়, ভরা মৌসুমেও বাজারে সবজির দাম চড়া। মাছ, মাংসের দাম তো সারা বছরই ঊর্ধ্বমুখী। জ্বালানি তেলের দাম বাড়ায় বেড়েছে পরিবহন খরচও। যার ফলে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে অস্বাভাবিক হারে। এদিকে গত ২৩ মার্চ ব্যবসায়ী, বিভিন্ন প্রতিষ্ঠান, সুপারশপ ও বাজার কমিটির প্রতিনিধিদের সঙ্গে কৃষি বিপণন অধিদপ্তরের (ড্যাম) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আব্দুল গাফফার খান বলেন, বাজারে অযথা কৃত্রিম সংকট তৈরি করবেন না। সামঞ্জস্যের মধ্যে থেকে মুনাফা করুন। ব্যবসা প্রতিষ্ঠানে অবশ্যই মূল্য তালিকা টাঙিয়ে রাখবেন। কত দামে পণ্য কিনছেন, কত দামে বিক্রি করছেন, সব ধরনের রশিদ সংরক্ষণ করবেন। কারণ রমজানে প্রশাসন আরো কঠোরভাবে বাজার তদারকি করবে। অধিদপ্তরের সহকারী পরিচালক মজিবুর রহমান বলেন, দেশে প্রায় ৩ কোটি ৫০ লাখ টন চালের চাহিদা রয়েছে। বিপরীতে চালের উৎপাদন হচ্ছে ৩ কোটি ৭৬ লাখ টন। ১৫ মার্চ পর্যন্ত আমদানি হয়েছে প্রায় ৯ লাখ ৫৯ হাজার টন। গত ৯ মার্চ পর্যন্ত খাদ্যশস্যের সরকারি মোট মজুত ১৯ লাখ ৩৩ হাজার টন। এর মধ্যে চাল ১৬ লাখ ৭৬ হাজার টন, গম ২ লাখ ২০ হাজার টন এবং ধান ৩৭ হাজার টন। প্রায় ২৫ লাখ টন পেঁয়াজের চাহিদা রয়েছে। এর মধ্যে শুধু রমজান মাসেই চাহিদা চার থেকে সাড়ে চার লাখ টন। স্থানীয়ভাবে উৎপাদন লক্ষ্যমাত্রা ৩৫ লাখ ৪ হাজার টন। আমদানি হয়েছে ৬-৭ লাখ টন। দেশে ভোজ্যতেলের চাহিদা প্রায় ২০ লাখ টন। রমজানে চাহিদা আড়াই লাখ থেকে তিন লাখ টন। স্থানীয়ভাবে উৎপাদন হয়েছে ২ লাখ ৩ হাজার টন। আমদানি হয়েছে প্রায় ১৮ লাখ টন। এছাড়া অপরিশোধিত সয়াবিন তেলের আমদানি প্রায় ৫ লাখ টন। সয়াবিন বীজ আমদানি করা হয়েছে ২৪ লাখ টন, যা থেকে ৪ লাখ টন অপরিশোধিত তেল উৎপাদন হতে পারে। অপরিশোধিত পাম-ওয়েলের আমদানি প্রায় ১১ লাখ টন। অপরিশোধিত তেল আমদানিতে শুল্ক প্রত্যাহার করা হয়েছে ২০ শতাংশ। তিনি জানান, দেশে চিনির চাহিদা রমজান মাসে ৩ লাখ টন। দেশে গত দুই মাসে ৪ লাখ ৮৮ হাজার টন অপরিশোধিত চিনি আমদানি হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২ লাখ ৬০ হাজার টন বেশি। ফলে বাজারে চিনির কোনো সংকট হওয়ার শঙ্কা নেই। একইভাবে মসুর ডাল, ছোলা, খেজুরসহ অন্যান্য পণ্যের তথ্য বিবরণ তুলে ধরেন তিনি।
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments