× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



বার্ষিক ইসালে সাওয়াব ও ওয়াজ মাহফিল বুধবার

বছরের ন্যায় ঈশ্বরদীর পাকশীতে ফাল্গুণ মাসে ঐতিহ্যবাহী ফুরফুরা সিলসিলার বার্ষিক ইসালে সাওয়াব ও ওয়াজ মাহফিল বুধবার (২ মার্চ) শুরু হচ্ছে। ৫ মার্চ ফজরের নামাজ আদায়ের পর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দেশের দ্বিতীয় বৃহত্তম এই মাহফিলের কার্যক্রম শেষ হবে। জানা গেছে, ইসালে সাওয়াব ও ওয়াজ মাহফিল পরিচালনা করবেন ফুরফুরার গদ্দীনশীল পীর মাওলানা আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী আল-কোরাইশি। মাহফিলে ওয়াজ করবেন হজরত মাওলানা মোস্তফা মাদানী সিদ্দিকী আল কুরাইশী, হজরত মাওলানা আয়াতুল্লাহ সিদ্দিকী আল কুরাইশী, হজরত মাওলানা মোজাহিদসিদ্দিকী আল কুরাইশী, হজরত মাওলানা হাওবান সিদ্দিকী আল কুরাইশী ও হজরত মাওলানা মিফতাহূল জান্নাহ সিদ্দিকী আল কুরাইশী। এই মাহফিলে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে লাখো ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করবেন। ইতিমধ্যে হাজার হাজার মুসল্লি মাহফিল ময়দানে সমবেত হয়েছেন। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ইসালে সাওয়াব মাহফিল সুষ্ঠুভাবে পরিচালনা করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। উল্লেখ্য যে, ১৯৫২ সালে ঈশ্বরদীর পাকশীতে ফুরফুরার এ মারকাজ প্রতিষ্ঠা করেন শায়খুল ইসলাম আল্লামা আব্দুল হাই সিদ্দিকী (রহ.)। পরবর্তীতে এ মারকাজের হাল ধরেন ফুরফুরার পীর মাওলানা আবুল আনসার মো. আব্দুল কাহহার সিদ্দিকী (রহ.)। সে ধারাবাহিকতা আজও বিদ্যমান।
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments